সদ্য দুই থেকে তিন হয়েছে সৃজন-পর্ণা। ছেলে নয় মেয়ে হয়েছে তাদের। তাই নিয়ে যথারীতি মুখ ভার বাবুর মায়ের। আর তার বিতর্কিত মন্তব্যের ঝাঁঝেই ফের ‘বাংলা সেরা’ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিমফুলের মধু’। চলতি সপ্তাহে রেটিং চার্টে তারই রাজত্ব। ঝুলিতে ৭.৮ পয়েন্ট। নির্বাচনের প্রচারের দাপটে যদিও রেটিং চার্টে নম্বরের পরিমাণ কমেছে। তার মধ্যেই এই বড় ওলোটপালট। তা হলে দ্বিতীয় স্থানে কে নেমে গেল? এই সপ্তাহে প্রথম থেকে দ্বিতীয় ‘ফুলকি’। তার ঝুলিতে ৭.৬ নম্বর। গত তিন সপ্তাহ ধরে তারই রাজপাট ছিল রেটিং চার্টে। গত কয়েক সপ্তাহ ধরে এই স্থানে ‘জগদ্ধাত্রী’। এবারেও ব্যতিক্রম হয়নি। সে পেয়েছে ৭.৩ নম্বর। ৬.৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে ‘গীতা এলএলবি’।
এবার বাকি পাঁচটি ধারাবাহিকের কথা। চলতি সপ্তাহে এক ধাপ নেমে গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ৬.৫ পয়েন্ট পেয়েছে। সপ্তম স্থানে ‘কথা’। তার ঝুলিতে ৬.৩ পয়েন্ট। ৫.৭ পয়েন্ট পেয়ে অষ্টমে ‘দিদি নং ১’। নবমে জোড়া ধারাবাহিক। ৫.৫ পেয়ে এই স্থানে ‘কার কাছে কই মনের কথা’ আর ‘অনুরাগের ছোঁয়া’। দশম স্থানে রমরমিয়ে বঁধুয়া। তার প্রাপ্তি ৫.১ পয়েন্ট।
এবার বাকি পাঁচটি ধারাবাহিকের কথা। চলতি সপ্তাহে এক ধাপ নেমে গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ৬.৫ পয়েন্ট পেয়েছে। সপ্তম স্থানে ‘কথা’। তার ঝুলিতে ৬.৩ পয়েন্ট। ৫.৭ পয়েন্ট পেয়ে অষ্টমে ‘দিদি নং ১’। নবমে জোড়া ধারাবাহিক। ৫.৫ পেয়ে এই স্থানে ‘কার কাছে কই মনের কথা’ আর ‘অনুরাগের ছোঁয়া’। দশম স্থানে রমরমিয়ে বঁধুয়া। তার প্রাপ্তি ৫.১ পয়েন্ট।
