আজকাল ওয়েবডেস্ক :  ঘুষ নেওয়ার অভিযোগ এবার খোদ ইডি আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে। ঘুষের অর্থের পরিমান ১৫ লক্ষ টাকা বলেই জানা গিয়েছে। একটি চিটফাণ্ড মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এই দুই অফিসারের বিরুদ্ধে। মরুরাজ্যে রাজস্থান পুলিশের দুর্নীতিদমন শাখা এই দুজনকে গ্রেপ্তার করেছে। কয়েকদিন আগেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকে ডেকে টানা ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এবার সেই ঘটনার পাল্টা হল বলেই সকলে মনে করছে। অশোক গেহলট বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলি কাজে কোনও সত্যতা নেই। তারা এখন বিজেপির হয়েই কাজ করছে। বিভিন্ন রাজ্যের নেতা-মন্ত্রীদের ডেকে পাঠিয়ে তাদের বদনাম করার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। তবে তা করে অচিরে তাদের কোনও লাভ হচ্ছে না বলেও দাবি করেন গেহলট। ২০২৪ নির্বাচনে জিততে এগুলি বিজেপির মরিয়া প্রচেষ্টা। তবে এজেন্সিগুলি থেকে মানুষের বিশ্বাসযোগ্যতা প্রতিদিন কমছে। তাই এই ধরনের খবর সবার সামনে আসছে। গেহলট বলেন, যখন কোনও রাজ্যে মন্ত্রীকে ইডি ডাকছে তখন তা নিয়ে গলা ফাটাচ্ছে বিজেপি। কিন্তু এবার এই ঘটনাকে তারা কিভাবে জবাব দেবে। এবার কেন চুপ বিজেপি নেতারা ?  প্রশ্ন গেহলটের।