আইটেম ডান্স আর শ্রীলেখা মিত্র! পরপর উচ্চারিত হতেই নড়ে বসেছিল টলিউড। শ্রীলেখা নিজে? হ্যাঁ, তিনিও দ্বিধায় দুলেছিলেন। বারবার মনে হয়েছিল, ‘‘পারব তো?’’ ব্যস, সঙ্গে সঙ্গে নিজেকে যাচাই করার ঝোঁক। পরিচালক বাপ্পার অনুরোধে সাড়া দেওয়া। ফলাফল, তাঁর নতুন ছবি "নেগেটিভ"-এ প্রথম তাঁকে দেখা যাবে আইটেম গানে।
কতটা সাহসী হলে এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলা যায়? প্রশ্ন ছিল শ্রীলেখার কাছে। অভিনেত্রীর সপাট দাবি, ‘‘এখানে আমি সাহসিকতার কিছুই দেখছি না। হ্যাঁ, এটা মনে হয়েছিল, আমি পারব কিনা। কারণ, কোনও দিন এই ধরণের দৃশ্য অভিনয় করিনি। নাচের দৃশ্য আগেও করেছি। আমি নৃত্যশিল্পী। কিন্তু সেই পর্ব অনেক আগের। একই ভাবে, সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা আমার থেকে অনেক ছোট। তাঁদের সঙ্গেও তাল মেলাতে হবে। কিন্তু কাজটা করার পর দেখলাম, আমি পেরেছি। আর খুব উপভোগ করে কাজ করেছি।’’
শ্রীলেখার কোরিওগ্রাফার জি বাংলার "ডান্স বাংলা ডান্স"-এর সঙ্গে যুক্ত। পোশাকেও বিপ্লব ঘটিয়েছেন পরিচালক। শ্রী-অঙ্গে টপ আর স্কার্ট। কপাল থেকে সারা শরীরজুড়ে নজরকাড়া গয়না। অভিনেত্রীর মতে, অন্য পোশাক ঠিক করা হয়েছিল। কিন্তু সেটি তাঁর মনপসন্দ নয়। তাই, নিজের টপ আর পরিচালকের পছন্দের স্কার্ট পোশাক হিসেবে বেছে নেন তিনি। অভিনেত্রীর পরিশ্রমে মুগ্ধ বাপ্পাও। তাঁর দাবি, অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন, বয়স সংখ্যামাত্র। নতুন রূপে দেখে শ্রীলেখার মেয়ে মাইয়া, অনুরাগীদের কী মত? এবারেও আনকাট তিনি। বললেন, ‘‘আমার মেয়েও নৃত্যশিল্পী। ও বললে বড় জোর নাচ বা নাচের মুদ্রা নিয়ে বলবে। আর কিচ্ছু নিয়ে মাথাব্যথা নেই। অনুরাগীরাও তাই-ই।’’
কতটা সাহসী হলে এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলা যায়? প্রশ্ন ছিল শ্রীলেখার কাছে। অভিনেত্রীর সপাট দাবি, ‘‘এখানে আমি সাহসিকতার কিছুই দেখছি না। হ্যাঁ, এটা মনে হয়েছিল, আমি পারব কিনা। কারণ, কোনও দিন এই ধরণের দৃশ্য অভিনয় করিনি। নাচের দৃশ্য আগেও করেছি। আমি নৃত্যশিল্পী। কিন্তু সেই পর্ব অনেক আগের। একই ভাবে, সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা আমার থেকে অনেক ছোট। তাঁদের সঙ্গেও তাল মেলাতে হবে। কিন্তু কাজটা করার পর দেখলাম, আমি পেরেছি। আর খুব উপভোগ করে কাজ করেছি।’’
শ্রীলেখার কোরিওগ্রাফার জি বাংলার "ডান্স বাংলা ডান্স"-এর সঙ্গে যুক্ত। পোশাকেও বিপ্লব ঘটিয়েছেন পরিচালক। শ্রী-অঙ্গে টপ আর স্কার্ট। কপাল থেকে সারা শরীরজুড়ে নজরকাড়া গয়না। অভিনেত্রীর মতে, অন্য পোশাক ঠিক করা হয়েছিল। কিন্তু সেটি তাঁর মনপসন্দ নয়। তাই, নিজের টপ আর পরিচালকের পছন্দের স্কার্ট পোশাক হিসেবে বেছে নেন তিনি। অভিনেত্রীর পরিশ্রমে মুগ্ধ বাপ্পাও। তাঁর দাবি, অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন, বয়স সংখ্যামাত্র। নতুন রূপে দেখে শ্রীলেখার মেয়ে মাইয়া, অনুরাগীদের কী মত? এবারেও আনকাট তিনি। বললেন, ‘‘আমার মেয়েও নৃত্যশিল্পী। ও বললে বড় জোর নাচ বা নাচের মুদ্রা নিয়ে বলবে। আর কিচ্ছু নিয়ে মাথাব্যথা নেই। অনুরাগীরাও তাই-ই।’’
