আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় নৌবাহিনীর জন্য দুটি নতুন যুদ্ধজাহাজ আজ উদ্বোধন করা হয়েছে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই-র নির্মিত আইএনএস অগ্রয় ও অক্ষয় নামে অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস দুটির উদ্বোধন করেন এয়ার ফোর্স ফ্যামিলিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নীতা চৌধুরী। জিআরএসই-র চেয়ারম্যান কমোডোর পি আর হরি জানিয়েছেন,এই যুদ্ধ জাহাজগুলি উপকূলীয় জলসীমায় অভিযান চালানো এবং কম তীব্রতায় মেরিটাইম অপারেশন ও মাইন বিছানো অপারেশন চালাবে। পাশাপাশি জলের উপর নজরদারি করতেও সক্ষম। ৭৭ দশমিক ৬মিটার দীর্ঘ দীর্ঘ এবং ১০ দশমিক ৫মিটার চওড়া এই জাহাজগুলি অত্যাধুনিক অস্ত্র দ্বারা সুসজ্জিত। হরি আরও জানান, জিআরএসই ভারতীয় নৌবাহিনীর জন্য যে আটটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস নির্মাণ করছে,তার মধ্যে এই দুটি পঞ্চম ও ষষ্ঠ জাহাজ। এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
