আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ে ক্রিকেটে হৃদয়বিদারক খবর।
টি-টোয়েন্টিতে জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা। তাঁর ছোট ভাই মহম্মদ মাহদি ২৯ ডিসেম্বর মারা যায়। তার বয়স হয়েছিল ১৩ বছর।
কিন্তু কীভাবে তেরোর গেরোতেই থমকে মাহদির জীবন? জিম্বাবোয়ে ক্রিকেটের তরফ জানানো হয়, জন্মের পর থেকেই হিমোফিলিয়ায় ভুগছিল মাহদি। সম্প্রতি শারীরিক জটিলতা বেড়ে যায় সিকন্দর রাজার ছোট ভাইয়ের।
এই কঠিন পরিস্থিতিতে সিকন্দর রাজার পরিবারের পাশে রয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড।
জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ''জিম্বাবোয়ে ক্রিকেট সিকন্দর রাজা ও তাঁর পরিবাবের পাশে রয়েছে। সিকন্দরের প্রিয় ছোট ভাই মাহদির মৃত্যুতে আমরা সমবেদনা জানাচ্ছি।''
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ে দলকে নেতৃত্ব দেবেন সিকন্দর রাজা। প্রিয় ভাইয়ের মৃত্যুতে সিকন্দর রাজা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন।
