আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌এবার অবসর নাও’‌। উসমান খোয়াজাকে এই পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। অ্যাশেজের চতুর্থ টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করে ফেলেছেন খোয়াজা। ৩৯ বছরের বর্ষীয়ান অজি ব্যাটারের এবার অ্যাশেজ ভাল যায়নি। ছিল চোট। রানও নেই ব্যাটে। একটি মাত্র অর্ধশতরান করেছেন। এবারের অ্যাশেজে খোয়াজার রান যথাক্রমে ২, ৮২, ৪০, ২৯ ও শূন্য। 


যদিও অ্যাশেজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আর তাই মাইকেল ক্লার্ক মনে করছেন, এটাই সেরা সময় ক্রিকেটকে বিদায় জানানোর খোয়াজার জন্য। ক্লার্ক বলেছেন, ‘‌আমার তো মনে হচ্ছে, সিডনি টেস্টই খোয়াজার ফেয়ারওয়েল ম্যাচ হতে চলেছে। আমি বলব, সিডনির ম্যাচেও খোয়াজাকে প্রথম একাদশে রাখা হোক। সেটাই হবে সম্মানের সঙ্গে ওঁর বিদায়।’‌


এরপরই ক্লার্ক বলেছেন, ‘‌আমার মনে হচ্ছে সিডনি টেস্টের পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন স্টার্ক। অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতে গিয়েছে। আশা করব সিডনিতে বড় রান করবে খোয়াজা। শতরান করতে পারলে সবচেয়ে ভাল লাগবে।’‌


এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলেছিলেন, টেকনিকে গলদ রয়েছে লাবুসেন, খোয়াজা ও গ্রিনের। মেলবোর্নে হারের পরেই এই মন্তব্য করেছিলেন হেডেন। ওই টেস্ট শেষ হয়েছিল মাত্র দু’‌দিনে। অস্ট্রেলিয়া দুই ইনিংসে করেছিল মাত্র ১৫২ ও ১৩২।  

প্রসঙ্গত, দেশের হয়ে ৮৭ টেস্ট খেলেছেন খোয়াজা।

এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। যেহেতু টুর্নামেন্ট হবে ভারত ও শ্রীলঙ্কায়, তাই দলে স্পিনারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক দলে আছেন প্যাট কামিন্সও। চোটের জন্য অ্যাশেজ সিরিজে খেলতে না পারলেও বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন জস হ্যাজলউডও।


কামিন্স অবশ্য অ্যাশেজে একটিই টেস্ট খেলেছেন। অ্যাডিলেডে। তারপর বক্সিং ডে টেস্টে খেলেননি। খেলবেন না সিডনিতেও। আর হ্যাজলউড তো গোটা অ্যাশেজেই খেলতে পারেননি চোটের জন্য। চলতি মাসের শেষেই কামিন্সের চোটের জায়গায় ফের স্ক্যান হবে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকলেও টিম ডেভিডকেও প্রাথমিক দলে রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের আশা, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন এই ক্রিকেটাররা। এদিকে, বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। যেখানে স্পিন সহায়ক উইকেটই হয়ত মিলবে। সবচেয়ে আশ্চর্যের হল উইকেটকিপার হিসেবে দলে আছেন শুধু জস ইংলিস। কোনও ব্যাক আপ কিপার রাখা হয়নি। তাছাড়া স্টার্ক না থাকা সত্ত্বেও কোনও বাঁহাতি পেসারও নেই দলে।