আজকাল ওয়েবডেস্ক: সরফরাজ খান। বিজয় হাজারে ট্রফিতে রান করে চলেছেন। তবুও জাতীয় দলে তিনি ব্রাত্য।
বুধবার বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে গোয়ার বিরুদ্ধে ৭৫ বলে ১৫৭ রানের ইনিংস খেলেছেন সরফরাজ। এই ইনিংসের মাধ্যমে ভারতের একদিনের দলে ঢোকার দাবি জোরালো করেছেন তিনি। তবে শতরান করে দলকে জিতিয়েও মন খারাপ সরফরাজ খানের। কিন্তু কেন?
বুধবার মুম্বই ৮৭ রানে ম্যাচটি জিতে নিয়েছে। সরফরাজের ইনিংসে ছিল ৯টি চার এবং ১৪টি ছয়। তবে সতীর্থ মুশির খান শতরান করতে না পারায় মন খারাপ সরফরাজের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সরফরাজ বলেছেন, ‘আমাদের দু’জনেরই একই স্বপ্ন। একই ম্যাচে দু’জনে শতরান করতে চাই। এই মরশুমে রঞ্জি ট্রফিতে এই স্বপ্নের কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু দু’জনেই পঞ্চাশের ঘরে গিয়ে আউট হয়ে গিয়েছিলাম। মুশির এত ভাল খেলছিল। ভেবেছিলাম বুধবার হয়ে যাবে। কিন্তু স্বপ্ন এত সহজে সফল হয় না।’
ব্যাট করতে নামার সময় পিচ মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন সরফরাজ। তাঁর কথায়, ‘আমি ব্যাট করতে নামার সময় রান রেট খুব একটা ভাল ছিল না। দুই ওপেনারই বলেছিল, প্রথম ঘণ্টায় বল নড়াচড়া করছে। সকালের দিকে ব্যাট করা এমনিতেই কঠিন ছিল। তাই নিজেকে থিতু হওয়ার সময় দিয়েছিলাম। পিচ সহজ হয়ে যাওয়ার পর যত বেশি সম্ভব রান করতে চেয়েছি।’
দেশের হয়ে কয়েকটা টেস্ট খেলেছেন। কিন্তু একদিনের দলে এখনও সুযোগ পাননি। কোনওদিন পাবেন কিনা তাও জানেন না। তবে সরফরাজ কিন্তু জানিয়েছেন, এই ফরম্যাট তাঁর প্রিয়। সরফরাজের কথায়, ‘প্রচুর একদিনের ম্যাচ খেলেছি। জানি কীভাবে ইনিংসের গতি বাড়াতে হয়। আমি ভাল সুইপ এবং কাট মারতে পারি। এই ফরম্যাটে পাঁচ জনের বেশি ফিল্ডার বৃত্তের বাইরে রাখা যায় না। এতে আরও বেশি শট খেলার স্বাধীনতা থাকে। আর সেটাই করেছি গোয়ার বিরুদ্ধে। এরকম ইনিংস আরও বেশি বেশি খেলতে চাই।’
এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। যেহেতু টুর্নামেন্ট হবে ভারত ও শ্রীলঙ্কায়, তাই দলে স্পিনারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক দলে আছেন প্যাট কামিন্সও। চোটের জন্য অ্যাশেজ সিরিজে খেলতে না পারলেও বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন জস হ্যাজলউডও।
