আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলে ব্রাত্য। শেষবার কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা গিয়েছে মনে পড়ে না। এবার কি ভিন্ন কেরিয়ার বেছে নিতে চলেছেন? রিয়েলিটি শোয়ে অংশ নেবেন যুজবেন্দ্র চাহাল? এমন সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিলেন লেগস্পিনার। যাবতীয় রিপোর্টকে ভুয়ো বলে উড়িয়ে দেন। শোনা যাচ্ছিল, 'দ্য ৫০' রিয়েলিটি টিভি শোয়ে অংশ নেবেন। তার থেকেও বড় বিষয় হল, সেই শোয়ে অংশ নেওয়ার কথা চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়ায় ফ্যানদের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছিল। কিন্তু তাতে হোক ঢেলে দিলেন খোদ তারকা ক্রিকেটার।  

২০২০ সালে কোভিড চলাকালীন দু'জন গাঁটছড়া বাঁধেন। চার বছর পর বিবাহ বিবাহবিচ্ছেদ হয়। দ্য ৫০ ভারতের অন্যতম বড় রিয়েলিটি শো হতে চলেছে। দাবি করা হচ্ছে, ভারতীয় টিভিতে যেই ধরনের রিয়ালিটি শো হয়, সেই গতানুগতিক ধারা ভেঙে দেবে এই শো। ১ ফেব্রুয়ারি থেকে শো শুরু হওয়ার কথা। কিন্তু যাবতীয় জল্পনার অবসান ঘটালেন চাহাল। দাবি করেন, তাঁর অংশগ্রহণ নিয়ে মিডিয়ায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সব ভুয়ো। কোনও শোয়ে অংশ নিচ্ছেন না তিনি। এমন কোনও চিন্তাভাবনা বা আলোচনাও হয়নি। 

একটি বিবৃতিতে চাহাল বলেন, 'যুজবেন্দ্র চাহালের রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সব ভুয়ো। কোনও সত্যতা নেই। যুজবেন্দ্র কোনও শোয়ের সঙ্গে যুক্ত নয়। এমন কোনও আলোচনাও হয়নি। আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে অনুরোধ করব, যাতে ভুয়ো খবর না ছড়ায়।' আইপিএলে আবার বাইশ গজে দেখা যাবে চাহালকে। এবছরও পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। ২০২৫ আইপিএলের নিলামে তারকা স্পিনারকে ১৮ কোটিতে কেনে পাঞ্জাব। ২০২৪ সালে আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে ২০০ উইকেট নেন। আবার টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান। কিন্তু তারপর থেকে ফের ব্রাত্য।