আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ দলের সহ–অধিনায়ক। সেই শুভমান গিলই কিনা নেই টি–২০ বিশ্বকাপে। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার জানিয়েছেন, রানে না থাকাই গিলের বাদ পড়ার কারণ। কিন্তু গিলের এই বাদ পড়ার বিষয়টি একেবারেই মানতে পারছেন না দেশের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর কথায়, টি–২০ দলের সহ–অধিনায়ক করলেও নির্বাচকরা যথাযথভাবে গিলের পাশে দাঁড়ায়নি। এই বিষয়ে কপিল দেবের উদাহরণ টেনেছেন যোগরাজ। বলেছেন, খারাপ ফর্ম থাকলেও একসময় কপিলের পাশে ছিলেন বিষেন সিং বেদি। 


যোগরাজের কথায়, ‘‌শুভমান দলের সহ–অধিনায়ক। কেন তাঁকে বাদ দেওয়া হল বুঝলাম না। মাত্র ৪–৫টি ইনিংসে ব্যর্থ হওয়ায় বাদ দিতে হবে?‌ অনেক ভারতীয় ক্রিকেটারই তো খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সবার ক্ষেত্রে তো এরকম হয়নি।’‌ এরপরই যোগরাজের সংযোজন, ‘‌তরুণ অভিষেক শর্মা কয়েক বছর হল দলে এসেছে। অভিষেক যদি চার ইনিংসে ব্যর্থ হত, তাহলে বাদ দেওয়া হত?‌’‌ 


যোগরাজের কথায়, গিলের পাশে থাকা উচিত নির্বাচকদের। এই বিষয়ে কপিল দেবের উদাহরণ টেনেছেন যোগরাজ। বলেছেন, ‘‌কপিল দেবের কথা এক্ষেত্রে বলতে পারি। সেবার পাকিস্তান সফরে কপিলের খারাপ সময় যাচ্ছিল। অধিনায়ক ছিল বিষেন সিং বেদি। ব্যাটে ও বলে পারফর্ম করতে না পারলেও কপিলের উপর আস্থা হারায়নি বেদি। কপিলকে নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ড সফরে।’‌  

এদিকে, শুভমান গিলদের বাংলাদেশ সফরের সূচি অবশেষে ঘোষিত হল। এই সিরিজ ২০২৫ সালে হওয়ার কথা ছিল। কিন্তু তখন বাংলাদেশে অশান্তির কারণে সেই সিরিজ স্থগিত হয়ে যায়। সেই সিরিজটি হবে এই বছর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইতিমধ্যে ভারত সফরের দিন জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, ভারত কি শেষ পর্যন্ত যাবে? কারণ বাংলাদেশের পরিস্থিতি যে এখনও স্বাভাবিক নয়।

বাংলাদেশে তিন ম্যাচের একদিনের সিরিজ ও সমসংখ্যক টি–২০ ম্যাচের সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশ সফরে যাওয়ার কথা। তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। আর তিনটি টি–২০ ম্যাচ হওয়ার কথা ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘‌যে সিরিজটা আগে বাতিল হয়েছে, এবছর সেই সিরিজটা হবে। এবছর আমরা সারা বছরজুড়ে দেশে অনেক ক্রিকেট ম্যাচ দেখতে পারব। কোথায় ম্যাচগুলো হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’‌