আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ একাকীত্বে ভুগছেন। 

একসময়ে তিনি ছিলেন দেশের ফাস্ট বোলার। কপিল দেবের সঙ্গে তাঁর রেষারেষির কথা সবারই জানা। যুবির তারকা হয়ে ওটার পিছনে রয়েছেন তিনি। এখন তিনি বিখ্যাত কোচও বটে। সেই তিনিই সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর জীবনে নতুন করে দেখা বা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার মতো আর কিছু নেই। 

যোগরাজ বলেছেন, ''সন্ধ্যাবেলা আমি একা বসে থাকি। বাড়িতে কেউ থাকে না। খাবারের জন্য আমি পথচলতি মানুষের উপর নির্ভর করি। কখনও একজন, কখনও অন্যজন। তবে আমি কাউকে বিরক্ত করি না। ক্ষুধার্ত থাকলে কেউ না কেউ আমার জন্য খাবার এনে দেয়। আমি বাড়িতে রান্নাবান্না রাখতাম, তারা পরিবেশন করে চলে যেত।'' 

তাঁকে এখন আরক কেউ দেখেন না বলে দাবি যোগরাজের। না ছেলে, না স্ত্রী। যোগরাজ এখন একা, নিঃসঙ্গ। 

শোনা যায়, যুবিকে ছোটবেলায় খুবই কড়া অনুশাসনে রাখতেন যোগরাজ। যুবির কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য তিনি বহুবার দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কাঠগড়ায় তোলেন। 

এহেন যোগরাজ বলছেন, "আমি আমার মা, বাচ্চা, পুত্রবধূ, নাতি-নাতনি, পরিবারের সবাইকে ভালবাসি। কিন্তু, আমি কারও কাছে  কিছুই চাই না। আমি মরতেও প্রস্তুত। আমার জীবন পূর্ণতা পেয়েছে। যখন ঈশ্বর চাইবেন, তিনি আমাকে তাঁর সঙ্গে নিয়ে যেতে পারেন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।'' 

বিভিন্ন সময়ে যোগরাজকে মন্তব্য করতে দেখা গিয়েছে। একাধিকবার তিনি বোমা ফাটিয়েছেন  ধোনির বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছেন। ভারত অধিনায়ক শুভমান গিলকে নিয়েও তিনি মন্তব্য করেছেন। এবার যোগরাজ জানালেন তিনি মৃত্যুবরণেও তৈরি।