আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কাজিগুনদের একজন ফল বিক্রেতা নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। তিনি সন্ত্রাসবাদী মডিউল সংক্রান্ত পুলিশি জিজ্ঞাসাবাদের পর নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। অবশেষে শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ব্যক্তি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিলাল আহমেদ ওয়ানি নাম ওই ব্যক্তির। রবিবার পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর পরই কাজিগুনদে নিজের শরীরে আগুন দেন তিনি। এরপর মারাত্মক দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রসঙ্গত, ওয়ানি এবং তাঁর ছেলে জিসার বিলালকে সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশ কর্তৃক ফাঁস হওয়া 'হোয়াইট কলার টেরর মডিউল' মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ওয়ানিকে সেই দিনই ছেড়ে দেওয়া হলেও, তাঁর ছেলে জিসার এখনও পুলিশের হেফাজতে আছেন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গিয়েছে, ওয়ানি এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ডঃ আদিল রাথের-এর প্রতিবেশী ছিলেন। এই মডিউলটি এই মাসের শুরুতে হরিয়ানার ফরিদাবাদে প্রথম প্রকাশ্যে আসে। আদিল রাথেরকে নভেম্বর মাসে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয়, যার ফলে বড়সড় এক সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের কথা জানা যায়।
অন্যদিকে, আদিলের ভাই ডঃ মুজফফর-কেও এই ষড়যন্ত্রের মূল ব্যক্তি বলে মনে করা হচ্ছে এবং শোনা যাচ্ছে তিনি এখন আফগানিস্তানে আছেন। তবে, ওয়ানির মৃত্যু বা কেন তিনি গায়ে আগুন দিলেন, সেই বিষয়ে প্রশাসন এখনও পর্যন্ত কিছু জানায়নি। তদন্ত জারি রয়েছে৷
