আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে ৫ কোটি টাকা উদ্ধার করল পুলিশ। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) তৎপরতায় রবিবার এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে যে গাড়িতে করে এই টাকা উদ্ধার করা হয়েছে সেই গাড়িটি এবং গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্তকে। ধৃতরা বীরভূম জেলার বাসিন্দা আক্রম খান এবং ইমরান খান বলে এসটিএফ জানিয়েছে।
এসটিএফ সূত্রে জানা যায়, বীরভূম থেকে এক বিরাট পরিমাণ টাকা কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে তারা সম্প্রতি জানতে পারে। সেইমতো কাজ শুরু করেন গোয়েন্দারা। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে রবিবার রাতে উত্তর ২৪ পরগণার নারায়ণপুর থানার বড়মাথা মোড়ের কাছে এসটিএফের তদন্তকারীরা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে একটি চার চাকার গাড়ি আটকান। এরপর গাড়িতে তল্লাশি শুরু করেন তাঁরা। তল্লাশিতে দেখা যায় গাড়ির মধ্যে রয়েছে একাধিক ব্যাগ। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল। গুনে দেখা যায় টাকার পরিমাণ ৫ কোটি। এই বিপুল পরিমাণ টাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি গাড়ির আরোহীরা। টাকা বাজেয়াপ্তের সঙ্গে দু'জনকেই গ্রেপ্তার করেন গোয়েন্দারা। নারায়ণপুর থানায় এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এসটিএফের পক্ষে।
এসটিএফের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা ধৃতরা কোথা থেকে পেয়েছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানাটাই সর্বাগ্রে জরুরি। ওই সূত্রটির মতে, প্রাথমিকভাবে ধৃতরা এই টাকা প্রসঙ্গে কোনো সদুত্তর দিতে পারেনি। যার জন্য তাঁদের ধারণা, এই টাকা অসৎ উপায়ে উপার্জিত এবং অন্য কোনো অসৎ কাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক কী কাজ তা জানতে অভিযুক্তদের জেরা করাটা জরুরি। হতে পারে হয়ত বড় কোনো গ্যাং এদের দিয়ে টাকা পাচার করার চেষ্টা করছিল। ফলে পিছনে কোনো বড় মাথা আছে বলেই সন্দেহ। গোটা বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে ওই সূত্রটি জানায়।
