আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হলেন কার্লো অ্যানচেলোত্তি। চলতি মরশুমে রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিতে পারেননি ইতালিয়ান কোচ। রবিবারের এল ক্লাসিকোয় রিয়াল জিতলে লা লিগা খেতাব ঘরে তোলার সম্ভাবনা একটা থাকত। কিন্তু এল ক্লাসিকোয় বার্সার কাছে হার মেনেছে রিয়াল।
ফলে লা লিগা জেতার দৌড় থেকে ছিটকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সাফল্য পাওয়ার জন্য ব্রাজিল জাতীয় দলের রিমোট কন্ট্রোল তুলে দেওয়া হয়েছে অ্যানচেলোত্তির হাতে। কিন্তু রিয়ালকে কোচিং করাবেন কে? সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রিয়ালের পরবর্তী কোচ হওয়ার ব্যাপারে জাবি অ্যালোন্সো একপ্রকার স্থির হয়েই গিয়েছেন।
তবে সরকারি ভাবে ঘোষণা এখনও হয়নি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে ম্যাচের আগে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে অ্যালোন্সোর নাম।
২৬ মে থেকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন অ্যানচেলোত্তি। বেয়ার লেভারকুসেন থেকে অ্যালোন্সো তিন বছরের চুক্তিতে আসছেন রিয়াল মাদ্রিদে। খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে প্রায় সবই জিতে ফেলেছেন অ্যালোন্সো। এবার কোচ হয়ে তাঁর প্রাক্তন ক্লাবকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটাই দেখার।
রিয়ালের কোচ হিসেবে অ্যালোন্সোর প্রথম ম্যাচ ১৮ জুন। ক্লাব বিশ্বকাপে রিয়ালের খেলা সৌদি আরবের ক্লাব আল হিলালের বিরুদ্ধে। ম্যাচটি হওয়ার কথা মায়ামিতে।
