আজকাল ওয়েবডেস্ক: আবার স্বাভাবিক জীবনে ফিরলেন সুশীল কুমার। হাই-প্রোফাইল মার্ডার কেসে জামিনে মুক্তি পেয়ে নর্দার্ন রেলওয়ের চাকরিতে যোগ দিলেন তারকা কুস্তিগির। চলতি সপ্তাহের শুরুতেই আবার চাকরিজীবনে ফেরেন। একসময় ভারতীয় কুস্তির মুখ ছিলেন সুশীল। কিন্তু বিগত কয়েক বছর কোর্ট রুমেই বেশিভাগ সময় কেটেছে। সতীর্থ কুস্তিগির সাগর ধনকরকে খুন করার অভিযোগে ২০২১ সাল থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। সম্প্রতি দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দেয়। তবে এই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। তদন্ত চলছে। জামিনে মুক্তি পাওয়ায়, কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সুশীল।
বর্তমানে নর্দার্ন রেলওয়েতে সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পোস্টে আছেন তারকা কুস্তিগির। নিজের ফর্মাল পোশাকেই চাকরিতে যোগ দেন। সমস্ত নিয়ম মেনেই তাঁকে রেলের চাকরিতে ফেরানো হয়। সুশীলের আবার চাকরিতে যোগ দেওয়া মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খুনের দায়ে অভিযুক্ত একজনকে চাকরিতে ফেরানো নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। আবার একাংশ মনে করছে, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সুশীল নির্দোষ। তাই পেশাদার জীবনে ফিরতে কোনও সমস্যা নেই। একসময় জাতীয় আইকন ছিলেন। ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। ২০১২ লন্ডন অলিম্পিকে রুপো পান। সেখান থেকে খুনের দায়ে অভিযুক্ত! যা গোটা দেশকে চমকে দেয়। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। তবে যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে, তাঁর মাথার ওপর খাড়া ঝুলবে।
