আজকাল ওয়েবডেস্ক: বাবা ছিলেন রাজ্য স্তরের অ্যাথলিট। আর তাঁর খেলার দুনিয়ায় প্রবেশ স্প্রিন্টার হিসেবে। দৌড়তেন। সাঁতার কাটতে পারেন। টেবিল টেনিস খেলতে পারেন। পড়াশোনাতেও ভাল। আবার ক্রিকেটে তিনি সোনার মেয়ে। তিনি তিতাস সাধু। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে তিতাস চার ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট নিয়েছিলেন।  এশিয়ান গেমসের মেগা ফাইনালে সেই চার ওভারে ৩ উইকেট নেন। 

মহিলাদের আইপিএলে বাংলার তিতাস সাধুকে ৩০ লক্ষ টাকায় দলে নিল গুজরাট জায়ান্টস। বেস প্রাইসেই তাঁকে নেওয়া হল। 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী তিনি। আবার এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রিকেটারও তিনি। সেই তিতাস সাধুকে এবারের টুর্নামেন্টে আগুনে বোলিং করতে দেখবেন ক্রিকেটভক্তরা। 

ভারতীয় মেয়েরা বিশ্বকাপ জেতার পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে আগ্রহ বেড়েছে। দাম বেড়েছে ক্রিকেটারদের। নিলামে দীপ্তি শর্মার দাম উঠেছে ৩.২ কোটি টাকা। তিনি আবার বিশ্বকাপের সেরা ক্রিকেটার। 

নিলামের আগে ইউপি ওয়ারিয়র্স ছেড়ে দিয়েছিল দীপ্তিকে। সেই দীপ্তিই ফিরলেন ইউপিতে। আগে তাঁর দাম ছিল ২.৬ কোটি। এবার অতিরিক্ত ৬০ লক্ষ টাকার বিনিময়ে দীপ্তি ফিরলেন ইউপি ওয়ারিয়র্সে।

নিউজিল্যান্ডের সফি ডিভাইনকে নিয়ে নিলাম-যুদ্ধ চলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট জায়ান্টসের মধ্যে। শেষপর্যন্ত ২ কোটিতে সফি ডিভাইনকে দলে নেয় গুজরাট জায়ান্টস। মুম্বই ইন্ডিয়ান্স ৩ কোটিতে দলে নেয় নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরকে। রেণুকা সিংয়ের বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। ৬০ লক্ষে তাঁকে নেয় গুজরাট জায়ান্টস। সফি একলেস্টনকে আবার দিল্লি ক্যাপিটালস ৮৫ লক্ষে দলে নেয়। মেগ ল্যানিংকে নিয়ে জোর লড়াই ছিল দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্সের মধ্যে। শেষমেশ ইউপি ওয়ারিয়র্স ১.৯ কোটির বিনিময়ে মেগ ল্যানিংকে নেয়। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১.১০ কোটিতে তাঁকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। 

এদিকে নিলাম পর্ব যখন চলছে, ঠিক সেই সময়ে আইপিএলের সূচি জানিয়ে দেওয়া হয়। ৯ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। নবি মুম্বই ও ভাদোদরায় হবে ম্যাচগুলো। 

প্রথম পর্ব হবে নবি মুম্বইতে। শেষ পর্ব ও ফাইনালের জন্য প্রত্যেকটি দল পাড়ি দেবে ভদোদরায়। ২০২৬ সালের ডব্লিউপিএল শুরু হবে নবি মুম্বইয়ে।