আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লিগ জানুয়ারি মাসের শুরুতেই শুরু হতে চলেছে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিশ্চিত করা হয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) চতুর্থ সংস্করণ আগামী ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নভি মুম্বই এবং গুজরাটের ভদোদরায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউপিএল মেগা নিলামের উদ্বোধনী বক্তব্যের পরই টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যুর ঘোষণা করেন ডব্লিউপিএল চেয়ারম্যান জয়েশ জর্জ।
এবার ডব্লিউপিএল হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের জোর জল্পনা ছিল। ২০২৫ সালে মহিলা বিশ্বকাপ ভারতের মাটিতে সফলভাবে আয়োজনের পর এই পরিবর্তন হওয়া প্রত্যাশিত ছিল বলে ক্রিকেট মহলে ধরা হচ্ছিল।
তবে বিসিসিআই আরও কিছু সময় নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এখনই অতিরিক্ত কিছু শহরে হোম-অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ ফেলা হয়নি।
বৃহস্পতিবার দিল্লিতে নিলাম চলাকালীন মেগ ল্যানিং, দীপ্তি শর্মার মতো তারকাদের জন্য তীব্র দর-কষাকষি চলার মাঝেই বিসিসিআই নিশ্চিত করে ফেলে নতুন আসরের সূচি।
এদিন ভারত অধিনায়ক হরমানপ্রীত কৌরকও মুম্বই ইন্ডিয়ান্স টেবিলে দেখা যায়। এই সংস্করণেও টুর্নামেন্ট চলবে কারাভান মডেল অনুসরণ করে।
প্রথম পর্ব হবে নভি মুম্বইতে, এরপর শেষ পর্ব ও ফাইনালের জন্য প্রত্যেকটি দল পাড়ি দেবে ভদোদরায়। ২০২৬ সালের ডব্লিউপিএল শুরু হবে নভি মুম্বইতে।
সেখানে চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে। গত বছর ডব্লিউপিএল হয়েছিল চারটি শহরে।
সেই তালিকায় ছিল বেঙ্গালুরু, লখনউ, মুম্বই ও ভদোদরা। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স হরমানপ্রীতের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয়।
২০২৬ সালের শুরুতে ভারত টানা দুইটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে। ডব্লিউপিএলের পরই শুরু হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
যা হবে পাঁচটি স্টেডিয়ামে। চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ, দিল্লি ও কলকাতা। শ্রীলঙ্কা কো-হোস্ট হিসেবে আয়োজন করবে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচটি, যা অনুষ্ঠিত হবে কলম্বোয়। ২০ দলের এই বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।
