আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বড় পদক্ষেপ করল। ঘরোয়া ক্রিকেটে পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মরশুম থেকে ঘরোয়া পেশাদার ক্রিকেটে নতুন এই নিয়ম চালু করবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। 

লিঙ্গ বৈষম্য দূর করার জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দুটি ক্যাটেগরিতে পুরুষদের সমান পারিশ্রমিক পাবেন মহিলারাও। আগামী মরশুম থেকে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটে প্রথম বারের জন্য চালু হতে চলেছে দুটি ক্যাটেগরি। একটি সিনিয়র প্রো, অন্যটি রুকি। এই দুই ক্যাটেগরির মহিলা ক্রিকেটাররা আগামী মরশুম থেকে পুরুষদের সমান পারিশ্রমিক পাবেন।

আর্থিক বৈষম্য দূর করার জন্য গত মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে মহিলা ও পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়ার ঘোষণা করেছিল ইসিবি। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশে এই নিয়ম লাগু রয়েছে বহু আগে থেকেই। 

ডিরেক্টর অফ উওমেন্স প্রফেশনাল গেম ব্যারেট-ওয়াইল্ড এক বিবৃতিতে বলেছেন, ''আমাদের পুরুষ ও মহিলা পেশাদার ঘরোয়া খেলায় বেতন সাম্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেটের আরেকটি ইতিবাচক পদক্ষেপ।'' 

আগামী মরশুম থেকে প্রথমবারের মতো মেয়েদের কাউন্টি চ্যাম্পিয়নশিপ, মেয়েদের টি-টোয়েন্টি ব্লাস্ট ও মেয়েদের ওয়ানডে কাপ শুরু করবে ইসিবি।