আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরম প্যারিসে। সঙ্গে অতিরিক্ত আদ্রতা। তার মধ্যেই চলছে অলিম্পিক। গেমস ভিলেজে রয়েছেন প্রতিযোগীরা। সেখানে আবার এয়ার কন্ডিশন নেই। সমস্যা হচ্ছিল ভারতীয় অ্যাথলিটদের। প্রতিযোগীরা গরমে ঠিকমতো ঘুমোতে পারছিলেন না। যা নিয়ে ভারত সরকারের সর্বোচ্চ স্তরে বৈঠক হয়েছে। প্যারিসে ভারতীয় দূতাবাসকে সব জানানো হয়। সেই শীর্ষ বৈঠকের পরে ভারতীয় দূতাবাস ৪০টি এসি কিনে প্রতিযোগীদের ঘরে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ গরমের সমস্যা থেকে মুক্তি। 



যদিও প্যারিসে বৃহস্পতিবার রাতে ভাল বৃষ্টি হয়েছে। তারপরেও গরম কমেনি। আর শুক্রবার প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে অ্যাথলিটদের ঘরে ঘরে এসি লাগানোর ব্যবস্থা করা হয়। 
এদিকে, শুক্রবারটা ভারতের পদকহীন গেছে। তবে একাধিক পদক জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে শুক্রবার। যেমন ভারতীয় হকি দল পৌঁছে গেছে কোয়ার্টারে। রবিবার খেলা ব্রিটেনের সঙ্গে। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন চলে গেছেন সেমিফাইনালে। এই প্রথম কোনও ভারতীয় পুরুষদের ব্যাডমিন্টন সেমিফাইনালে উঠলেন। শুটার মনু ভাকের শনিবার আরও একটা পদক পেতে পারেন।