আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বোলারদের শাসন করে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান সেঞ্চুরি করলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রায় সবকটি ম্যাচেই কেউ না কেউ সেঞ্চুরি করলেন। কিন্তু পাকিস্তানের কোনও ক্রিকেটারের ব্যাট থেকে শতরান এল না। এতেই বোঝা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট কোন পথে যাচ্ছে।
করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই ম্যাচে দুই কিউয়ি তারকা উইল ইয়ং (১০৭) ও টম ল্যাথাম (১১৮*) শতরান করেছিলেন। কিন্তু সেই ম্যাচে কোনও পাক ব্যাটার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি।
ভারতের ম্যাচ হচ্ছে দুবাইয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে ভারত। টিম ইন্ডিয়ার বোলিংয়ের বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদ হৃদয় ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। বাংলাদেশের ২২৮ রান তাড়া করতে নেমে ভারতের শুভমান গিল ১০১ রানে অপরাজিত থেকে যান। ভারতও ম্যাচ জেতে।
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে সেঞ্চুরি হাঁকান রিয়ান রিকেটলটন। তিনি ১০৬ বলে ১০৩ রান করেন। তাঁর ব্যাটিংয়ে প্রোটিয়া ব্রিগেড ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান করে। আফগানিস্তানের রহমত শাহ ৯০ রান করলেও সেঞ্চুরি পাননি কোনও আফগান তারকা। সেই ম্যাচে আফগানিস্তান হার মানে ১০৭ রানে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে আবার জোড়া শতরান দেখা গিয়েছে। ইংল্যান্ডের বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বিশাল ৩৫১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে জশ ইংলিসের দুরন্ত ১২০ রানের সৌজন্যে।
ভারত-পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির দুরন্ত ১০০ রান নিয়ে কালি খরচ হচ্ছে সাংবাদমাধ্যমে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আবার শতরান করেন রাচীন রবীন্দ্র। মাঝে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এদিনের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে জাদরান ১৭৭ রান করে ডাকেটকেও ছাপিয়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ব্যাট করতে নামেনি। ফলে ইংল্যান্ডের কোনও ব্যাটার সেঞ্চুরি পান কিনা এই ম্যাচে সেটাও দেখার।
বাংলাদেশের ক্রিকেটারও সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু পাকিস্তানের কেউ শতরান করতে পারেননি। দু'দলই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।
