আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেঞ্চুরি করলেন উইল ইয়ং। শতরান করলেন টম ল্যাথামও। জোড়া সেঞ্চুরিতে নিউ জিল্যান্ড রানের পাহাড় গড়ল। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান করল।
উইল ইয়ং ১১৩ বলে ১০৭ রান করেন। ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা দূরে সরিয়ে রেখে সেঞ্চুরি করলেন ইয়ং।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থ কিউয়ি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ইয়ং। কেন উইলিয়ামসন ২০১৭ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ রান করেন। তার পরে উইল ইয়ংয়ের এদিনের শতরান।
পরপর দুই ওভারে ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ড ইনিংসের এক প্রান্ত ধরে রাখেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে ইয়ংয়ের ব্যাট থেকে এসেছিল ৪, ১৯ ও ৫ রান। আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে করেন মাত্র ১৪ রান। সেই তিনিই সেঞ্চুরি করলেন।
অন্যদিকে টম ল্যাথাম ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থেকে যান। ল্যাথামের ইনিংসে সাজানো ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। ল্যাথামের এটি অষ্টম ওয়ানডে শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস পর সেঞ্চুরি পেলেন ল্যাথাম।
