আজকাল ওয়েবডেস্ক: টেস্টে ঘরের মাঠে ৩০০ রানের বেশি তাড়া করে জেতার খুব একটা নজির নেই ভারতের। এর আগে ২৬ বার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি প্রয়োজন ছিল। তারমধ্যে মাত্র একবার জিততে সক্ষম হয় ভারত। ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭ রান তাড়া করে জিতেছিল ভারত। দলকে জেতায় শচীন তেন্ডুলকর এবং বীরেন্দ্র শেহবাগ জুটি। ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দেন মাস্টার ব্লাস্টার। ১০৩ রানে অপরাজিত থাকেন শচীন। পাশাপাশি শেহবাগ এবং যুবরাজের আগ্রাসী ব্যাটিং দলকে জয়ে পৌঁছে দেয়। ৬৮ বলে ৮৩ রান করেন বীরু। ৮৫ রানে অপরাজিত থাকেন যুবরাজ। এমএস ধোনির টেস্ট জয়ের মধ্যে অন্যতম সেরা এই ঐতিহাসিক জয়। আক্রমনাত্মক ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরা হন শেহবাগ। পুনেতে কি তার পুনরাবৃত্তি ঘটবে? শুরুতে নিজের ভূমিকা পালন করেন যশস্বী। ৭৭ রান করে আউট হন। শচীনের ভূমিকা পালন করতে হবে বিরাটকে। তবেই যদি টার্গেটের কাছাকাছি পৌঁছতে পারে ভারত।
ঘরের মাঠে আধিপত্য সত্ত্বেও চতুর্থ ইনিংসে বড় টার্গেট তাড়া করতে ব্যর্থ ভারতীয় দল। ২৬ এর মধ্যে ১৪ টিতে হারে ভারত। ৯ বার ড্র হয়। একটি ম্যাচ টাই হয়। টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৫ রানের বেশি তাড়া করে কোনও দল জিততে পারেনি। ১৯৬৯ সালে অকল্যান্ডে এই নজির গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এবার কি পারবে ভারত? প্রথম টেস্ট হারার পর পুনেতেও চ্যালেঞ্জিং পজিশনে ভারতীয় দল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে আউট করায় পর ১৫৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১০৩ রানের লিড নেয় কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট নিউজিল্যান্ড। জয়ের জন্য ৩৫৯ রান দরকার ভারতের। রান তাড়া করতে নেমে যশস্বী শুরুটা দারুণ করলেও, চার উইকেট হারিয়ে চাপে ভারত।
