আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার দিকে বিশেষ নজর দিচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। টেকনো ইন্ডিয়া ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের উদ্যোগে শুক্রবার একটি কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে অংশ নেয় তরুণ প্রতিযোগী, উঠতি ফুটবলার থেকে শুরু করে পেশাদাররাও। এই বিশেষ উদ্যোগে অংশগ্রহণ করে অলট্রুয়িস্ট যুব ওয়েলফেয়ার সোসাইটির শিশুরা। স্বচ্ছ, নিরাপদ পরিবেশে বয়সভিত্তিক টেনিংয়ের সুযোগ করে দিচ্ছে টেকনো ইন্ডিয়া ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীনে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ একদিনের এই কর্মশালা। অংশ নেওয়ার জন্য বেশ কিছু এনজিওকে আমন্ত্রণ জানানো হয়। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের পরিকাঠামো এবং কোচিংয়ের সুযোগ সুবিধা পায় প্রতিযোগিরা। এখানে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের পদ্ধতি অবলম্বন করা হয়। শুধুমাত্র ফুটবল নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, টিমওয়ার্ক, সৃজনশীলতা, শৃঙ্খলায় জোর দেওয়া হয়। যুব ক্ষমতায়নে বিশেষ নজর দিচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।

এদিন গ্রাউন্ড সেশনের দায়িত্বে ছিল টেকনো ইন্ডিয়া ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের টেকনিক্যাল টিম। যার মূলে ছিলেন হেড কোচ কনরাড ক্লার্ক। বিভিন্ন ড্রিলের পাশাপাশি আলোচনামূলক সেশনও হয়। যা চুটিয়ে উপভোগ করে প্রতিযোগিরা।

টেকনো ইন্ডিয়া ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের হেড কোচ কনরাড ক্লার্ক বলেন, 'খেলা ছাড়াও ফুটবল অনেক কিছু শেখায়। কাঠামোবদ্ধ কোচিংয়ের মাধ্যমে ছেলেমেয়েদের আত্মবিশ্বাস বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দক্ষতা বাড়ে। এছাড়াও ফুটবল দলগত সংহতি বাড়ায়। শিশুদের উদ্দীপনা এবং কৌতূহল দেখে মুগ্ধ।' 

পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর উন্নতিতেও বিশেষ নজর দিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। বিশেষ করে গ্রাসরুট ডেভেলপমেন্টে। ভারতীয় ফুটবলের উন্নতিতে নয়া উদ্যোগ নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পার্টনারশিপে কলকাতায় স্থাপিত হয়েছে টেকনো ইন্ডিয়া ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির কোচরাই। আধুনিক মানের পরিকাঠামো, উন্নতমানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য।