আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশে বড় চমক। ওয়াশিংটন সুন্দরের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রত্যাশিতভাবে এডিলেড টেস্টে দলে এসেছেন রোহিত ও গিল। তবে অশ্বিনের অন্তর্ভুক্তি প্রশ্ন তুলেছে। যেখানে পারথ টেস্টে যথেষ্ট ভাল খেলেছিলেন সুন্দর। ব্যাটে ও বলে ছাপ রেখেছিলেন। তাছাড়া ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন সুন্দর। ব্যাট হাতেও ছিলেন সফল। তবুও এডিলেডে বাদ পড়লেন সুন্দর। পারথে অশ্বিন ও জাদেজাকে টপকে প্রথম একাদশে ঢুকেছিলেন সুন্দর। আর এবার সুন্দর ও জাদেজাকে টপকে প্রথম একাদশে ঢুকলেন অশ্বিন। আর এডিলেড টেস্টে প্রথম ইনিংসে ২২ রানও করে গেলেন অশ্বিন।


যদিও অশ্বিনের দলে ঢোকার ক্ষেত্রে জোরালো যুক্তি রয়েছে। বিদেশে কিংবা দেশে পিঙ্ক বল টেস্টে যথেষ্ট ভাল বল করেছেন অশ্বিন। গোলাপি বল অর্থাৎ দিন রাতের টেস্টে এখনও অবধি ১৮ উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। আর তালিকায় দুইয়ে আছেন অক্ষর প্যাটেল। যিনি পিঙ্ক বল টেস্টে ১৪ উইকেট নিয়েছেন।


অশ্বিন শেষ পিঙ্ক বল টেস্ট খেলেছেন এই এডিলেডেই ২০২০ সালে। ওই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। তাছাড়া পিঙ্ক বল টেস্টে ব্যাট হাতেও যথেষ্ট সফল অশ্বিন। এই পরিসংখ্যানের জেরেই এডিলেড টেস্টে প্রথম একাদশে ঢুকলেন অশ্বিন।