আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানে অদ্ভুত সময়ে খেলা হচ্ছে। তাও আবার ঘরোয়া ক্রিকেটে। খেলা শুরু হচ্ছে পাকিস্তান সময়ে সন্ধে সাড়ে সাতটায়। গোলাপি বলের ক্রিকেটে প্রথম সেশন শেষ হচ্ছে রাত সাড়ে ৯টা নাগাদ। আবার দ্বিতীয় সেশন শুরু হচ্ছে ৯.‌৫০ থেকে। শেষ হচ্ছে রাত ১১.‌৫০ মিনিটে। আবার শেষ সেশন শুরু হচ্ছে গভীর রাত ১২.‌২০ মিনিটে। শেষ হচ্ছে রাত আড়াইটে নাগাদ।


পাকিস্তানে ঘরোয়া প্রেসিডেন্টস ট্রফির ফাইনাল এই সময়েই হচ্ছে। কারণ এখন রমজান চলছে। এই সময় যাঁরা রোজা রাখেন তাঁরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খান না। ক্রিকেটারদের পক্ষে কিছু না খেয়ে খেলা কঠিন। সেই কারণেই পাকিস্তানে প্রেসিডেন্টস ট্রফির ফাইনালের সময় বদলানো হয়েছে। খেলার মাঝে যাতে ক্রিকেটারদের খাওয়া–দাওয়ায় কোনও সমস্যা না হয় সেদিকে নজর রেখেছেন উদ্যোক্তারা।


রাওয়ালপিন্ডির মাঠে পুরো খেলাই হচ্ছে রাতে ফ্লাডলাইটে। 


৪ মার্চ থেকে শুরু হয়েছে ফাইনাল। খেলছে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ও পাকিস্তান টেলিভিশন। দু’টি দলই গ্রুপ পর্বের আটটি ম্যাচে ১৪৯ পয়েন্ট পেয়েছে। আটটির মধ্যে পাঁচটি জিতেছে তারা। দু’টি হেরেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। ৮ মার্চ পর্যন্ত চলবে খেলা। এই প্রথম পাকিস্তানে কোনও ম্যাচ পুরোটাই হচ্ছে ফ্লাডলাইটে।