আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ঘণ্টা দুয়েকের অপেক্ষা। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান এবং হংকং। এশিয়া কাপের আগের দিন দুবাইয়ে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু একটি ঘটনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে পাশাপাশি বসানো হয়নি। দু'জনের মাঝে ছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ইচ্ছাকৃতভাবেই এভাবে বসার ব্যবস্থা করেন আয়োজকরা। যাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়কের মধ্যে দূরত্ব বজায় থাকে। ভারত-পাকিস্তান মহারণের আগে কোনওরকম ঝামেলা চায় না তাঁরা। এমনিতেই এই ম্যাচকে কেন্দ্র করে পরিস্থিতি তেতে রয়েছে। তাই কোনওরকম ঝুঁকি নিতে চায় না নির্বাচকরা। 

বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। তবে ইতিমধ্যেই সবার নজর ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের প্রসঙ্গ উঠতেই সূর্যকুমার যাদব বলেন, 'মাঠে সবসময় আগ্রাসন থাকে। জিততে হলে আগ্রাসী মনোভাব না থাকলে হয় না।' স্পষ্ট জানিয়ে দেন প্রতিপক্ষকে একচুল জমিও ছাড়বেন না তাঁরা। আগ্রাসী ক্রিকেটে খেলবেন। পাকিস্তান অধিনায়ক সলমন আঘা অবশ্য এই বিষয়ে ভিন্ন মতামত প্রকাশ করেন। আগ্রাসন প্রসঙ্গে কিছুটা সমঝে উত্তর দেন। সলমন বলেন, 'কেউ আগ্রাসন দেখাতে চাইলে, সেটা তাঁদের ওপর নির্ভর করে। আমার দিক থেকে তেমন কোনও নির্দেশ থাকবে না।' পাকিস্তানের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও প্লেয়ারকে বিশেষ নির্দেশ দেবেন না। তাঁদের ওপর ছেড়ে দেবেন। এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত মোট আটবার টুর্নামেন্ট জিতেছে। আগের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ধুলিস্যাৎ করে এশিয়া কাপ জেতে। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে নবম খেতাব জয়ের লক্ষ্যে। 

এদিকে এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়াকে সতর্কবার্তা দেন মহম্মদ কাইফ। তিনি মনে করছেন, তৃতীয় অলরাউন্ডার ছাড়া ভুগতে হবে টিম ইন্ডিয়াকে। রোহিত শর্মার টি-২০ বিশ্বকাপজয়ী দলের উদাহরণ টেনে আনেন তিনি। কাইফ বলেন, 'তিনজন অলরাউন্ডার নিয়ে রোহিতের দল বিশ্বকাপ জিতেছে। অক্ষর, জাদেজা, হার্দিক - তারমানে বোলিংয়ে ছ'জন বিকল্প। আট নম্বর পর্যন্ত ব্যাটিং ছিল। এশিয়া কাপে মাত্র দু'জন অলরাউন্ডার আছে। ভারতকে নতুন উইনিং কম্বিনেশন খুঁজতে হবে। ওয়াশিংটন সুন্দরকে মিস করবে।' বর্তমানে দুবাইয়ে গরম রয়েছে। এই পরিবেশে পার্থক্য গড়ে দিতে পারে স্পিনাররা।