আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থকে যে রিটেন করবে না দিল্লি ক্যাপিটালস, তা জানাই ছিল। কিন্তু কেন তাঁকে ছেড়ে দেওয়া হল, তা জানালেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল। 

দিল্লি আগেই স্থির করেছিল অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে রিটেন করবে। সেটাই করেছে তারা। রাইট টু ম্যাচ কার্ড বিকল্পও হাতে রাখছে তারা। কিন্তু পন্থকে রাখেনি।

পন্থের সঙ্গে একাধিক বার বৈঠক হয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজির কিন্তু শেষমেশ দিল্লি ক্যাপিটালস এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে যে তাঁকে রিটেন করা হবে না। দিল্লির একটি সূত্র সর্বভারতীয় স্তরের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, ''পন্থ নেতৃত্ব চেয়েছিল। কোচ, সাপোর্ট স্টাফ নিয়োগ প্রক্রিয়ায় ঢুকতে চেয়েছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালসের অনেকেই পন্থের টি-টোয়েন্টি জ্ঞান নিয়ে সন্দিহান ছিলেন। দিল্লি সাফ জানিয়ে দেয়, তারা পন্থকে ক্যাপ্টেন হিসেবে ভাবছে না। একরাতে এমন সিদ্ধান্তে আসেনি ওরা।'' 

এদিকে পন্থকে ছেড়ে দেওয়া নিয়ে পার্থ জিন্দাল বলেছেন, ''অক্ষর, কুলদীপ, ত্রিস্টান ও অভিষেককে দলে রাখায় আমাদের অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক মিশ্রণ হয়েছে। রিটেনশন নিয়ে আমি খুব খুশি। আরও প্লেয়ারদের রিটেন করা যেত। কিন্তু নিয়ম যা তার প্রেক্ষিতে স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে।'' 

২০১৬ সালে পন্থ যোগ দিয়েছিলেন দিল্লিতে। সেই সম্পর্ক শেষ হয়ে গেল এদিন।