আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করতে চলেছেন তরুণ প্রতিভা স্যাম কনস্টাস। ৭০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ব্যাটার হিসেবে অভিষেক হতে পারে কনস্টাসের। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের পর এত কম বয়সে টেস্ট অভিষেক করার রেকর্ড সম্ভবত এবার ভাঙতে চলেছে কনস্টাসের মাধ্যমে। বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্স ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৮ বছর ১৯৩ দিনে টেস্ট অভিষেক করেছিলেন।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে স্যাম কনস্টাসের পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেট মহলে আলোড়ন ফেলেছে। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করে ২৬ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন স্যাম কনস্টাস। আটটি বাউন্ডারি এবং দুটি বিশাল ছক্কায় সাজানো ইনিংসে ভর করে অ্যাডিলেড স্ট্রাইকার্সেকে হারায় সিডনি। সদ্য ভারতের বিরুদ্ধে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলতে নেমে কনস্টাস আরও একবার তাঁর প্রতিভার ঝলক দেখান। মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ৯৭ বলে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। গোটা ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন তিনি।
গত অক্টোবর-নভেম্বরে ভারত এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ দলের সিরিজেও তাঁর ব্যাটিং ছিল চোখে পড়ার মত। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন এই অজি ওপেনার। ঘরোয়া ক্রিকেটে তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সই বর্ডার গাভাসকার ট্রফিতে দলে জায়গা করে দিয়েছে তাঁকে। আক্রমণাত্মক মানসিকতায় ইনিংস শুরুর জন্য অস্ট্রেলিয়ার টপ অর্ডারে কনস্টাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর অসাধারণ ফর্ম বিজিটির শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করবে বলেই মনে করছে ক্রিকেটমহল।
