আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের একদিনের বিশ্বকাপ শেষের পর এবার ফোকাস আসন্ন টি-২০ বিশ্বকাপে। আবার মেট্রো শহরগুলোতে ফিরতে চলেছে ক্রিকেট। মেয়েদের বিশ্বকাপ ইন্দোর, বিশাখাপত্তনম, গুয়াহাটি, নভি মুম্বইয়ে হয়। পাকিস্তান তাঁদের ম্যাচ কলম্বোতে খেলে। এবার প্রধান শহরগুলোতে ফেরানো হবে টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলো দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা এবং আহমেদাবাদে হতে পারে। পাকিস্তান নিজেদের ম্যাচ কলম্বোতে খেলতে পারে। ২০২৩ সালে শেষবার আইসিসি মার্কি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল ভারতে। ৫০ ওভারের বিশ্বকাপ ধর্মশালা, লখনউ, আহমেদাবাদ, চেন্নাই, দিল্লি পুনে, মুম্বই, কলকাতা এবং বেঙ্গালুরুতে হয়। ফাইনাল হয় আহমেদাবাদে। কিন্তু এবার এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুবাইয়ের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপের ভেন্যু ঘোষণা হতে পারে। 

ফাইনাল হতে পারে আহমেদাবাদে। কিন্তু বাকি বিকল্পের কথাও ভাবা হচ্ছে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আসন্ন টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। মোট ২০টি দল অংশ নেবে। চারটে গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে পাঁচটি দল থাকবে। গ্রুপ পর্বের পর সুপার এইট। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুই দল পরবর্তী পর্বে যাবে। দুই গ্রুপে হবে এই পর্ব। প্রত্যেক গ্রুপে চারটে করে দল থাকবে। তারপর নকআউট পর্ব। অর্থাৎ, সেমিফাইনাল এবং ফাইনাল। ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হবে কিনা সেটাই প্রশ্ন। এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি আইসিসি। কিন্তু ফেব্রুয়ারিতে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। আগামী কয়েকদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।