শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ নভেম্বর ধনধান্য স্টেডিয়ামে হল এর উদ্ধোধনী অনুষ্ঠান। এদিনের সাক্ষী ছিলেন বহু টলি তারকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল দেব। গত বছর নিজের বিয়ের দিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে এসেছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে।
এ বছরও উদ্ধোধনীতে দেখা গেল অভিনেত্রীকে। বছর ঘুরেছে তাঁর বিয়েরও অনুভূতি কেমন? আজকাল ডট ইন-এর প্রশ্নে পায়েল বলেন, "গত বছর যখন ফিল্ম ফেস্টিভ্যালে আসি, তখন বৃদ্ধি চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বৃদ্ধি থেকে উঠে চলে আসি। আজ ধনধান্যে ঢোকার সময় সেই দিনটাই মনে মনে কল্পনা করছিলাম।"
পায়েলের কথায়, "দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম শিখর (শিখর ট্যান্ডন)-এর সঙ্গে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীটা বরাবরই স্পেশাল হয়ে থাকবে আমার কাছে। আজও বিয়ের ব্লাউজ পরে এসেছি, যাতে গত বছরের রেশ আমার সঙ্গে থাকে। এ বছরও প্রচুর সিনেমা দেখার প্ল্যান রয়েছে।"
২০২৪-এর ডিসেম্বরে ব্যবসায়ী শিখর ট্যান্ডনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পায়েল দেব। অবাঙালি বর ও শ্বশুরবাড়ির সঙ্গে দিব্যি কাটাচ্ছেন অভিনেত্রী। তবে বিয়ের পর সেভাবে পর্দায় দেখা যায়নি তাঁকে। তাই আক্ষেপ প্রকাশ করে এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি কাজ করতে চান, শুধু সুযোগের অপেক্ষায় আছেন।
প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারে মোট ১৮৫ ফিচার ফিল্ম, ৩০টা শর্ট ফিল্ম, ৩৫ শর্ট ফিল্ম ডকু ফিল্ম দেখানো হবে৷ ১৮ টি ভারতীয় ভাষায় ও ৩৯ টি বিদেশি ভাষার ছবি জায়গা পেয়েছে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে৷ এবার চলচ্চিত্র উৎসবে মোট ১ হাজার ৮২৭ টি সিনেমা এন্টি নিয়েছিল৷ ৩৯টি দেশের ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে৷
প্রতি বছরের মতো এই বারেও ‘সিনে আড্ডা’র আয়োজন করা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। আলোচনায় থাকবে লোকগান, সিনেমার গান, সিনেমায় রাগাশ্রয়ী গান, সিনেমায় রবীন্দ্র সঙ্গীত, পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত সিনেমার গান। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর একতারা মঞ্চে বসবে এই গানের আড্ডা ৷
বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে 'কম্পি', 'পিঞ্জর', 'গেট আপ কিংশুক', পরিচালক ঋত্বিক ঘটকের 'কোমল গান্ধার', 'বাড়ি থেকে পালিয়ে', 'সুবর্ণরেখা'- সহ আরও বেশ কিছু সিনেমা থাকছে এই বিভাগে ৷ অন্যদিকে, এই বছরের ফিল্ম ফেস্টে উদযাপিত হবে 'শোলে' সিনেমার ৫০ বছর পূর্তি।
