আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে দেশে গড়াবে ফুটবল? আশায় বুক বাঁধছেন ফুটবলভক্তরা।
আইএসএলে অংশ নিতে কি আগ্রহী? এই মর্মে আইএসএল ক্লাবগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন।
বৃহস্পতিবার অর্থাৎ ১ জানুয়ারি নিজেদের অবস্থান জানানোর জন্য ক্লাবগুলোকে অনুরোধ করেছে ফেডারেশন।
এই প্রেক্ষিতে সূত্রের খবর, ৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল। সুপার কাপ ফাইনালের পর থেকে ছুটি লাল-হলুদে। ভারতীয় ফুটবলের অচলাবস্থার প্রেক্ষিতে ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল।
কিন্তু ফেডারেশনের এদিনের চিঠির পরে ভেসে এসেছে খবর ৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে লাল-হলুদ ব্রিগেড।
এর মধ্যেই খবর ছড়িয়েছে ইস্টবেঙ্গলের স্টপার কেভিন সিবিলেকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে স্পেনের ক্লাব।
ভারতীয় ফুটবলের অচলাবস্থার জন্যই কি কেভিনও নতুন ক্লাবে যেতে চাইছেন? লাল-হলুদের সঙ্গে কেভিনের চুক্তি মে পর্যন্ত। লিগ হলে কেভিন সিবিলে ইস্টবেঙ্গলেই থাকবেন।
এদিকে সূত্রের খবর, ২৩ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও একটা সময়ে লিগ শুরু হতে পারে। কত দিন ধরে টুর্নামেন্ট চলবে, তা নির্ভর করছে অংশ গ্রহণকারী দলগুলোর সংখ্যার উপরে।
সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কড়া অবস্থান গ্রহণ করেছে। যে ক্লাব অংশ নিতে ইচ্ছুক নয়, তাদের বাইরে রেখেই প্রতিযোগিতা শুরু হবে।
১ জানুয়ারির মধ্যে ক্লাবগুলোর অংশগ্রহণের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ২ তারিখ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পুরো বিষয়টা জানানোর পরে ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাদের রায় জানাবে।
কী হয় তার উত্তর দেবে সময়।
