আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষে খেলার মাঠ থেকে ভেসে আসছে হৃদয়বিদারক সব খবর। প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ড্যামিয়েন মার্টিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

এদিকে শ্রীলঙ্কার ক্রিকেটেও বিষণ্ণতা। বেশ কয়েকবছর কোমায় থাকার পরে মারা গিয়েছেন অনূর্ধ্ব ১৯ পর্যায়ে খেলা শ্রীলঙ্কান ক্রিকেটার আকশু ফার্নান্দো। 

সাত বছর আগে অনুশীলনের শেষে রেললাইন পেরনোর সময়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। লাইফ সাপোর্টে ছিলেন ফার্নান্দো। এদিন তাঁর প্রয়াণ সংবাদ আসে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শ্রীলঙ্কার ক্রিকেট। 

প্রস্ফুটিত হওয়ার আগেই এক কেরিয়ার থেমে গেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪। 

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনাময় এক ক্রিকেটারের নাম ছিল ফার্নান্দো। ট্রেনের ধাক্কায় সেই ক্রিকেটারেরই কেরিয়ার স্তব্ধ হয়ে গেল। যখন ট্রেনের ধাক্কা লেগেছিল, তখন ফার্নান্দোর বয়স ছিল ২৭ বছর। 

দুর্ঘটনার আগে তাঁর ব্যাট কথা বলেছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করেন ফার্নান্দো।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন তিনি। শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার তাঁর সতীর্থ ছিলেন। সেই ক্রিকেটার অকালেই ঝরে গেলেন। শোকজ্ঞাপন করা ছাড়া আর কিছুই করার নেই।