আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ দিনে এসে কি আলোর দেখা পেল ভারতীয় ফুটবল? হয়তো তাই। হয়তো নয়।
আইএসএলে অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করার জন্য ফেডারেশন চিঠি পাঠাল আইএসএল ক্লাবগুলোকে।
ফেডারেশনের এহেন চিঠির পরে কেউ কেউ মনে করছেন, জগদ্দল পাথরটা এবার নড়বে। ফুটবল আবার গড়াবে দেশের মাঠে। অন্ধকারের শেষে আলোর দেখা মিলবে।
ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটানোর জন্য দফায় দফায় মিটিং হয়েছে। কিন্তু সমাধানসূত্র বের হয়নি। আইএসএল শুরু করার জন্য ক্লাবগুলোর সঙ্গে মিটিং করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও। কিন্তু আলোর দিশা দেখা যায়নি।
বছরের শেষ দিনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চিঠির পরে মনে করা হচ্ছে নতুন বছরে ফুটবল আবার শুরু হবে দেশের মাঠে।
ক্লাবগুলোর কাছে ফেডারেশনের অনুরোধ ১ জানুয়ারি অর্থাৎ আগামিকালের মধ্যে যেন অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করে জানানো হয়। অর্থাৎ ক্লাবগুলোর হাতে মাত্র একদিন সময়। এই একদিনের মধ্যেই তাদের অবস্থান জানাতে হবে।
সূত্রের খবর, ২৩ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও একটা সময়ে লিগ শুরু হতে পারে। কত দিন ধরে টুর্নামেন্ট চলবে, তা নির্ভর করছে অংশ গ্রহণকারী দলগুলোর সংখ্যার উপরে।
সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কড়া অবস্থান নিয়েছে। যে ক্লাব অংশ নিতে ইচ্ছুক নয়, তাদের বাইরে রেখেই প্রতিযোগিতা শুরু হবে।
বেশি সংখ্যক আইএসএল ক্লাব যদি অংশ না নেয়, তাহলে সংশ্লিষ্ট ক্লাবগুলোর জায়গায় আইলিগের ক্লাবগুলোকে নিয়েই প্রতিযোগিতা শুরু করার পক্ষপাতী ফেডারেশন। আইএসএলের একাধিক ক্লাব এই মুহূর্তে দর কষাকষি করছে। একাধিক দাবিদাওয়া পেশ করছে বলেই খবর।
১ জানুয়ারির মধ্যে ক্লাবগুলোর অংশগ্রহণের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ২ তারিখ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পুরো বিষয়টা জানানোর পরে ৫ জানুয়ারি আইএসএল সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে।
ফেডারেশেনর এমন কড়া অবস্থানের পরে কেউ কেউ মনে করছেন নতুন বছরে ফুটবল গড়াবে দেশে। শেষমেশ কী হয় সেটা সময় বলবে।
