আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের জার্সিতে খেলছেন শচীন তেন্ডুলকর! ভাবতে পারছেন? আজগুবি লাগলেও এটাই সত্যি। দেশের জার্সিতে অভিষেক হওয়ার আগে পাকিস্তানের হয়ে মাঠে নামেন কিংবদন্তি। ১৫ বছরের শচীন পাকিস্তানের হয়ে ফিল্ডিং করতে নামেন। মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে একটি ফেস্টিভ্যাল ম্যাচে এই ভূমিকার দেখা যায় তাঁকে। এই ঘটনা কেউই জানত না। নিজের আত্মজীবনীতে এই ঘটনার উল্লেখ করেন শচীন। সেই সময় ১৫ বছরের কিশোর ছিলেন। ভারতীয় ক্রিকেটের আইকন হননি। ভারত সফরে এসেছিল পাকিস্তান। মধ্যাহ্নভোজের বিরতিতে মাঠ ছাড়েন জাভেদ মিয়াঁদাদ এবং আব্দুল কাদির। ইমরান খানের দলের হয়ে পরিবর্ত ক্রিকেটার হিসেবে ফিল্ডিং করার জন্য ডাক পড়ে শচীনের। আউটফিল্ডে কিছুক্ষণের জন্য পাকিস্তানের জার্সিতে ফিল্ডিং করেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার। শচীনকে লং অনে ফিল্ডিং করতে পাঠান ইমরান খান। কপিল দেব তাঁর দিকে একটি শটও মারেন। ১৫ মিটার স্প্রিন্ট নিয়েও বাউন্ডারি বাঁচাতে পারেননি শচীন। সেই নিয়ে এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে আক্ষেপও করেন।

নিজের আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে' তে এই ঘটনার উল্লেখ করেন শচীন। একইসঙ্গে তিনি জানান, এই ঘটনা নিয়ে একটি বন্ধুর কাছেও অভিযোগ জানান। তিনি বলেন, যদি লং অনের জায়গায় মিড অনে তাঁকে রাখা হত, তাহলে ক্যাচ নিতে পারতেন। শচীনের দীর্ঘমেয়াদী কেরিয়ারে এটা নজিরবিহীন মুহূর্ত। এমন পরিস্থিতিতেও তাঁর ক্রিকেটের প্রতি টান এবং নিষ্ঠার পরিচয় পাওয়া যাচ্ছে। বড় ক্রিকেটারের পরিচয় হয়তো এটাই।