আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় আসবেন, বাঙালি খাবার খাবেন না, সেকি হয় নাকি? শনিবার মেসির পাতে অবশ্যই পড়বে মন্ডা-মিঠাই। বাঙালিয়ানায় মুড়ে ফেলা হবে আর্জেন্টাইন তারকাকে। শোনা যাচ্ছে, ধুতি-পাঞ্জাবি পড়বেন মেসি। তবে সবটাই উদ্যোক্তার ইচ্ছা। ব্যবস্থা রাখা হবে। শেষপর্যন্ত মেসি ধুতি-পাঞ্জাবি পড়তে রাজি হবেন কিনা জানা নেই। এছাড়াও থাকবে বাঙালিদের নানান আয়োজন। বাইপাসের ধারে স্টেডিয়াম সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে থাকবেন মেসি। সেখানেই খাওয়া-দাওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হবে। প্রথমেই আসা যাক মাছ প্রসঙ্গে। বাঙালি মানেই খাদ্যরসিক। বিশেষ করে মাছের বিভিন্ন পদ। তাই মেসির পাতেও পড়বে ইলিশ, চিংড়ি। থাকছে ডাব চিংড়ি। এক টেবিল বাঙালি খাবার থাকবে মেসির জন্য।
এর আগে পেলে, মারাদোনা, মেসি, অলিভার কান, রোনাল্ডিনহো সহ একাধিক বিশ্বতারকা কলকাতা ঘুরে গিয়েছেন। সবার পাতেই পড়েছে কয়েকটি বিশেষ মেনু। তবে এবার একটি অভিনব ঘটনা ঘটতে চলেছে। এমন দু'জনকে আনা হবে স্টেডিয়ামে, যাদের সমাজে হয়তো তেমন নাম-ডাক নেই, কিন্তু যারা নিজেদের অভিনব কর্মকাণ্ডের জন্য ভাইরাল। শিয়ালদহ স্টেশনের 'পকেট পরোটা' বিক্রেতাকে যুবভারতীতে আমন্ত্রণ জানানো হয়েছে। মেসির পাতে হয়তো থাকবে না বিখ্যাত 'পকেট পরোটা'। তবে মেসির অন্ধ ভক্ত হিসেবে তাঁর সাক্ষাৎ পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও থাকতে পারেন ইছাপুরের শিবশঙ্কর পাত্র। তিনি আর্জেন্টাইন তারকার বিশাল বড় ফ্যান। নিজের নাতির নাম লিও রাখেন। এবার মেসিকে চাক্ষুষ করার সুযোগ করে দেবেন শতদ্রু দত্ত।
যুবভারতীতে সংবর্ধনা দেওয়া হবে মেসিকে। একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ উঠে আসবে অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, হুড খোলা গাড়িতে স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মেসি। শনিবার সকাল সাড়ে ন'টা থেকে সাড়ে দশটা হোটেলেই স্পনসরদের অনুষ্ঠান। সাড়ে দশটা থেকে ভার্চুয়ালি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন। ১১.১৫ নাগাদ যুবভারতীর উদ্দেশে রওনা দেবেন। সাড়ে এগারোটায় যুবভারতীতে উপস্থিত হবেন শাহরুখ খান। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলি। তারপর চলবে সংবর্ধনার পালা। প্লেয়ারদের সঙ্গে পরিচয় সারবেন মেসি, শাহরুখরা। ফুটবল ম্যাজিশিয়ানের পাশাপাশি থাকবেন দুই আর্জেন্টাইন তারকা লুই সুয়ারেজ এবং রডরিগো ডি পল। মেসির সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন শাহরুখ খান এবং সৌরভ গাঙ্গুলি। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
