আজকাল ওয়েবডেস্ক: ছোটবেলায় অসম্ভব দারিদ্র্যের সম্মুখীন হয়েছিলেন। তাঁর শয়নে, স্বপনে এবং জাগরণে ছিল ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। ক্রিকেট খেলেই নিজেদের অবস্থার উন্নতি ঘটানোর স্বপ্ন দেখতেন।
স্কুলে পড়ার সময়ে মাকে কথা দিয়েছিলেন একদিন পরিবারের দুঃখ-দুর্দশা দূর করবেন। সেই রভম্যান পাওয়েলকে এবারের মেগা নিলামে দেড় কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপ স্বদেশীয় পাওয়েলের জীবনের গল্প বলেছিলেন একবার। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''হাতে ১০ দশ মিনিট থাকলে ইউটিউবে রভম্যান পাওয়েলের ভিডিওটা দেখবেন। রভম্যান আইপিএলে সুযোগ পাওয়ায় অন্যদের মতো আমিও দারুণ খুশি হয়েছি। খুব ছোট জায়গা থেকে উঠে এসেছে পাওয়েল। দুঃখ-দুর্দশা লেগেই ছিল। স্কুলে পড়ার সময়ে মাকে প্রতিশ্রুতি দিয়েছিল, পরিবারের অবস্থা ও ফেরাবে। সেই চেষ্টা ক্রমাগত করে চলেছে রভম্যান পাওয়েল।''
এবারের মেগা নিলামে রভম্যান পাওয়েলকে নিয়েছে কেকেআর। ২০১৭ সালেও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন পাওয়েল। কিন্তু সেই সময়ে খেলার সুযোগই পাননি। সাত বছর আগে ক্যারিবিয়ান পাওয়ার হিটারের দাম ছিল মাত্র তিরিশ লাখ টাকা। সেই টাকায় নাইটদের বেগুনি জার্সি পরেছিলেন ক্যারিবিয়ান তারকা। আইপিএল ছাড়াও বিপিএল, পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে পাওয়েলের। দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ঘুরে রভম্যান পাওয়েল এবার ফিরলেন কলকাতায়। আসন্ন আইপিএলে তাঁর পাওয়ার হিটিং কাজে লাগবে নাইটদের।
