আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের ক্যাপ্টেন হলেন রোস্টন চেজ।
৩৩ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারের হাতে কেন তুলে দেওয়া হল ক্য়াপ্টেনের আর্মব্যান্ড? ক্যারিবিয়ান বোর্ড এক বিবৃতি দিয়ে জানায়, '' নেতৃত্বগুণ, আচরণ এবং এই ভূমিকায় কতটা মানিয়ে নিতে পারবে, এ সব দিকে পর্যালোচনার পরে রোস্টন চেজকে ক্যাপ্টেন করা হয়েছে।''
২০২৩ সালের মার্চে শেষবার টেস্ট খেলেছেন রোস্টন চেজ। এই সময়ের মধ্যে ১৩টি টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এর আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বও করেন চেজ। টেস্টে অনিয়মিত হলেও সেই চেজকেই পাঁচ দিনের ফরম্যাটে ক্যাপ্টেন করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
অধিনায়ক হিসেবে চেজের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট রয়েছে ক্যারিবিয়ানদের। ব্রিজটাউনে ২৫ জুন শুরু হবে প্রথম টেস্ট।
দু' বছরের বেশি সময় আগে জোহানেসবার্গে কেরিয়ারের ৪৯তম টেস্ট খেলেছিলেন রোস্টন চেজ। প্রায় আড়াই বছর পর ফের টেস্ট খেলতে নামবেন তিনি।
