আজকাল ওয়েবডেস্ক: গেম চেঞ্জার ঋষভ পন্থকে শান্ত রাখাই আসল লক্ষ্য। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারতের তারকা উইকেটকিপারকে নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন প্যাট কামিন্সরা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তনের পন্থ সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ইনিংসে। অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও ম্যাচ উইনার হিসেবে অবতীর্ণ হয়েছেন। পন্থের বিধ্বংসী ব্যাটিং সম্পর্কে ধারণা রয়েছে অজিদের। সেই কারণে কামিন্স বলেছেন, ''ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা খেলা এগিয়ে নিয়ে যায়। আগ্রাসী ক্রিকেট খেলে। ঋষভ পন্থ রিভার্স সুইপের মতো অবিশ্বাস্য শট খেলে থাকে। ওকে থামিয়ে রাখাই আমাদের কাছে বড় পরীক্ষা।''
২০২০-২১ সালের সফরে দুটো দুর্দান্ত ইনিংস খেলেন পন্থ। সিডনি টেস্টে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। পন্থের দুরন্ত ৯৭ রানের সৌজন্যে ভারত হার এড়ায়। গাব্বায় শেষ টেস্টে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন পন্থ। ভারতও ৩২৮ রান তাড়া করে ম্যাচ জেতে। অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি টেস্টে ৬২৪ রান করেন পন্থ।
এবারও পন্থ রাতের ঘুম কেড়ে নিতে পারেন অজি বোলারদের। সেই কারণে আগে থেকেই সতর্ক প্যাট কামিন্সরা। পন্থের আগের ইনিংসগুলো ভোলেননি কামিন্স। সেই কারণে তিনি বলেছেন, ''পন্থের ব্যাটিং অতীতে পার্থক্য গড়ে দিয়েছিল। ওকে শান্ত রাখতে হবে আমাদের।''
কামিন্সের কথা কি শুনলেন পন্থ?
