আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্ট মহম্মদ সিরাজকে এক অন্য পরিচিতি দিয়েছে। পঞ্চম টেস্টের শেষ বেলায় তিনি বল হাতে ভেলকি দেখিয়েছেন। এহেন মহম্মদ সিরাজের কব্জিতেই শোভা পায় ৫.৬৮ কোটি টাকার দামি ঘড়ি। হরেকরকমের ঘড়ি রয়েছে হায়দরাবাদির সম্ভারে।
এগুলো হল--
১) রোলেক্স ডেটোন রেনবো-আনুমানিক ৩-৪ কোটি টাকা দাম।
২) রোলেক্স ডেটোনা প্ল্যাটিনাম-১.০১ কোটি টাকা আনুমানিক দাম।
৩) রোলেক্স জিএমটি মাস্টার-১০.৪০ লক্ষ টাকা আনুমানিক দাম।
৪) হাবলট বিগ ব্যাং রোজ গোল্ড -২৯.৪৯ লক্ষ টাকা আনুমানিক দাম।
৫) ওডেমার্স পিগুয়েট রোয়্যাল ওক অফশোর ক্রোনোগ্রাফ-আনুমানিক দাম ২৭.৪৭ লক্ষ।
৬) ট্যাগ হুয়ার আকুয়ারেসার কোয়ার্টজ স্টেনলেস স্টিল-- ১ লক্ষ ৩১ হাজার টাকা।
৭) ক্যাসিও - প্রায় ২১, ৯৯৫ টাকা।
একটা সময় দারিদ্র্যের সঙ্গে লড়তে হয়েছে সিরাজকে। তাঁর বাবা ছিলেন অটোচালক। একার হাতে সংসার টেনেছেন তিনি। সিরাজ এখন নামী ক্রিকেটার। তাঁদের সংসারের হালও ফিরেছে।
আরও পড়ুন:এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী আপডেট দিলেন আমিরশাহির কর্তা?...
আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন মহম্মদ সিরাজ। ওভাল টেস্টের নায়ক তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন নয় উইকেট। ২৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। নিজের শহর হায়দরাবাদে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেলেন মহম্মদ সিরাজ।
অ্যান্ডারসন–তেন্ডুলকার ট্রফিতে স্বপ্নের ফর্মে ছিলেন সিরাজ। ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ ইস্যুতে সব টেস্ট খেলেননি জসপ্রীত বুমরা। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে খেলেন তিনি। ফলে সিরিজে সিরাজই কার্যত ভারতীয় পেস ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। সবমিলিয়ে পাঁচ টেস্টে ১৮৫.৩ ওভার বল করেছেন তিনি, যা যে কোনও বোলারের থেকে বেশি। বিশেষত ওভাল টেস্টের শেষ দিনে একা হাতেই ইংল্যান্ড ব্যাটিং ধসিয়ে দেন সিরাজ। ম্যাচ শেষে ভারত অধিনায়ক শুভমন গিলও উচ্ছ্বসিত প্রশংসা করেন সিরাজের।
