আজকাল ওয়েবডেস্ক : আবার বিতর্কে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে শুরুটা খারাপ হওয়ার পর দ্বিতীয় দিন দলকে ম্যাচে ফেরান সাউদ শাকিল এবং মহম্মদ রিজওয়ান। দু'জনেই শতরান করেন। ইনিংস ঘোষণার সময় ৬ উইকেটে পাকিস্তানের রান ছিল ৪৪৮। ১৪১ রান করে আউট হন শাকিল। ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। এখানেই বিতর্ক। রিজওয়ানের দ্বিশতরানের জন্য অপেক্ষা না করে ইনিংস ঘোষণা করে দেন শান মাসুদ। পাকিস্তানের টেস্ট অধিনায়কের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অনেকেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়া বিভক্ত। ক্রিকেট বিশেষজ্ঞ সহ বহু সমর্থক মনে করছে, মাসুদের ইনিংস ঘোষণা করার সময় সঠিক ছিল না। রিজওয়ানের দ্বিশতরানের জন্য অপেক্ষা করা উচিত ছিল। ঐতিহাসিক ডবল সেঞ্চুরি থেকে মাত্র ২৯ রান দূরে ছিলেন তিনি। তাঁর সতীর্থ শাকিলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রিজওয়ানকে এক ঘন্টা আগে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। 

শাকিল বলেন, 'রিজওয়ান ভাইয়ের দ্বিশতরানের বিষয়ে আমার মনে হয় না তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ প্রায় এক ঘন্টা আগে রিজওয়ান ভাইকে জানিয়ে দেওয়া হয়েছিল এমন সময় ইনিংস ঘোষণা করা হবে। তাই কখন ইনিংস ঘোষণা করা হবে সেই বিষয়ে ওর একটা ধারণা ছিল। ওকে বলা হয়েছিল, আমরা ৪৫০ রানের কাছাকাছি হলে ডিক্লেয়ার করব।' অনেকেই মনে করছে, পাকিস্তান ৫০০ রানের গণ্ডি পার করার পর ইনিংস ঘোষণা করতে পারত। সেক্ষেত্রে দ্বিশতরান হয়ে যেত রিজওয়ানের। আবার অনেক ভক্তই মাসুদের প্রশংসা করছেন। তাঁরা মনে করছে, ব্যক্তিগত মাইলস্টোনের কথা না ভেবে দলের স্বার্থ দেখেছেন পাকিস্তানের অধিনায়ক।