কৌশিক রায়: হিসাব বলছে আর মাত্র দশ পয়েন্ট পেলেই লিগ শিল্ড উঠবে মোহনবাগানের হাতে। কিন্তু সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তাভাবনা করছেন না সবুজ-মেরুন  কোচ হোসে মলিনা। 

স্প্যানিশ মায়েস্ত্রোর মাথায় এখন ঘুরপাক খাচ্ছে শুধু বুধবারের ম্যাচ। সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করাই তাঁর চিন্তায় চেতনায়।  

ম্যাচের আগের দিন ফুরফুরে মেজাজে মোহনবাগান। জানা গেল, পাঞ্জাব ম্যাচের আগে আইএসএলের তরফে বিশেষ সম্মান পাচ্ছেন বিশাল কাইথ। ৫০ ক্লিন শিটের জন্য তাঁকে জার্সি দিয়ে সম্মান জানানো হবে। সাংবাদিক সম্মেলনে মলিনা জানালেন, ''গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে জিতেছে পাঞ্জাব। অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নামবে পাঞ্জাব। ফলে কঠিন ম্যাচ হবে। ওরা কঠিন প্রতিপক্ষ। কিন্তু পাঞ্জাবও আমাদের নিয়ে ভাববে। আমার লক্ষ্য শুধু তিন পয়েন্ট। লিগ শিল্ড নিয়ে এখনই ভাবছি না।'' 

লুকা ম্যাজিয়েনদের বিরুদ্ধে মোহনবাগান আলড্রেড, আপুইয়াকে পাচ্ছে না। তবে সবুজ-মেরুনের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। ফলে, প্রধান দুই খেলোয়াড়ের না থাকা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না মলিনা। তিনি বলেন, ''আমি নিজে টিম গেমে বিশ্বাসী। আমার দলের ফুটবলাররাও তাই। আমাদের কাছে বিকল্প ফুটবলার রয়েছে যারা মাঠে নামার জন্য তৈরি। গত ম্যাচে আলবার্তো ছিল না তার জায়গায় দীপেন্দু ভাল খেলেছে। আলবার্তো পাঞ্জাব ম্যাচে খেলার জন্য ফিট।''

 আলবার্তো ফিট হলেও অনিরুদ্ধ থাপার ফিট হতে এখনও  এক থেকে দু'সপ্তাহ সময় লাগবে। 

এদিন পাঞ্জাব কোচ ডিল্পেরিস জানিয়ে গেলেন, তাঁর কাছে মোহনবাগানের সবথেকে বিপজ্জনক ফুটবলার কামিংস। পাশাপাশি, বাগানের ফুটবলারদের গতি, কোয়ালিটিও চিন্তায় রাখবে তাঁকে। 

মলিনা আবার ঠিক উলটো। আলাদা করে কোনও ফুটবলারকে নিয়ে ভাবতে চান না তিনি। টিমগেমে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাঁর কাছে প্রধান লক্ষ্য। 

সবুজ মেরুনের মাঝমাঠের ব্রিগেডিয়ার সাহাল আব্দুল সামাদ আবার জানিয়ে গেলেন, ''পাঞ্জাব জিততে এসেছে ঠিকই, কিন্তু আমরাও ছেড়ে কথা বলব না।''