আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটিতে সিরিজ হারের মুখে ভারত। সমালোচনার তীরে বিদ্ধ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট। টিম বাছাই থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স, সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে। এবার গম্ভীর এবং টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে কটাক্ষ বিরাট কোহলির ভাই বিকাশ কোহলির। প্রথম টেস্ট ৩০ রানে হারার পর দ্বিতীয় টেস্টে ২ উইকেট হারিয়ে ভারতের রান ২৭। জয়ের জন্য প্রয়োজন আরও ৫২২ রান। যা এক কথায় অসম্ভব বলা চলে। এবার ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন কোহলির ভাই। বিকাশ মনে করেন, বর্তমান ম্যানেজমেন্ট যে পরিবর্তনগুলো এনেছে, তারই প্রভাব পড়ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন তিনি। লেখেন, ম্যানেজমেন্টের অতিরিক্ত হস্তক্ষেপ সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। গম্ভীরের নাম সরাসরি না বললেও, ইঙ্গিত যে সেদিকেই সেটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। 

সোশ্যাল মিডিয়ায় বিকাশ কোহলি লেখেন, 'একটা সময় ছিল যখন আমরা জেতার জন্য খেলতাম। এমনকী বিদেশের মাটিতেও। এখন আমরা ম্যাচ বাঁচানোর জন্য খেলছি। ভারতের মাটিতেও। এটাই হয় বেশি দাদাগিরি ফলালে। অহেতুক সবকিছু পরিবর্তন করার ফল ভুগতে হচ্ছে।' বর্তমান টিম ম্যানেজমেন্টের অঙ্গ হেড কোচ গৌতম গম্ভীর, বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর, টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমন গিল এবং টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটের গ্রাফ নিম্নমুখী। বিশেষ করে ঘরের মাঠে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ছাড়া কোনও সাফল্য নেই। গম্ভীর জমানায় প্রথম ছয় ব্যাটারের গড় ৩০ এর নিচে। একইসঙ্গে বেশিভাগ ক্ষেত্রেই ৩০০ রানের গণ্ডি পার করতে পারেনি ভারত। তারমধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হারে ভারত। তারপর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ এ হার। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। এবার ঘরের মাঠে আরও একটা সিরিজ হারের মুখে।