আজকাল ওয়েবডেস্ক: পারথে শতরানের পর অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান। আবারও ধারাবাহিকতার অভাব। তাসত্ত্বেও রেকর্ড বিরাট কোহলিকে তাড়া করছে। ব্রিসবেনে আরও একটি নজিরের হাতছানি। ১৪ ডিসেম্বর গাব্বায় তৃতীয় টেস্টে আরও একটি মাইলস্টোন ছোঁয়ার সুযোগ কোহলির সামনে। ব্রিসবেনে দ্বিতীয় রান নিলেই রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যাবেন বিরাট। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ ইনিংসে ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' এর রান ২১৬৬। গড় ৩৮.৬৭। লাল বলের ক্রিকেটে কোহলির অজিদের বিরুদ্ধে রান ২১৬৫। তবে কম ইনিংসে। মাত্র ৪৮ ইনিংসে এই রান তারকা ক্রিকেটারের। গড় ৪৭.০৬। টেস্ট শতরানের দীর্ঘ খরা কাটিয়ে বর্ডার-গাভাসকর‌ সিরিজের দ্বিতীয় ম্যাচে একশো করেন কোহলি। ভারতের ২৯৫ রানে জয়ের পেছনে বড় অবদান তারকা ক্রিকেটারের। 

কোহলি ছাড়াও রেকর্ডের হাতছানি রয়েছে শুভমন গিল এবং ঋষভ পন্থের সামনে। আঙুলের চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি গিল। অ্যাডিলেডে ফেরেন। কিন্তু দুই ইনিংসে সেট হওয়ার পরও বড় রান করতে পারেননি। ব্রিসবেনে সেই ভুল শোধরাতে চাইবেন। মেন্টর যুবরাজ সিংকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে গিলের সামনে। ৫৬ ইনিংসে তাঁর রান ১৮৫৯। টেস্ট রানে যুবিকে টপকাতে আর মাত্র ৪২ রান প্রয়োজন তরুণ ভারতীয় ব্যাটারের। ৬২ ইনিংসে যুবরাজের রান ১৯০০। সাদা বলের ক্রিকেটের আইকনের টেস্ট কেরিয়ার লম্বা ছিল না। মাত্র ৪০টি টেস্ট খেলেন যুবরাজ। 

অন্যদিকে সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙার সুযোগ থাকছে ঋষভ পন্থের সামনে। আর মাত্র ৫ রান করলেই গাব্বায় টেস্ট রানে কিংবদন্তিকে ছাপিয়ে যাবেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। এই স্টেডিয়ামে মাত্র দুটো ইনিংস খেলেন সানি। করেন ১১৬ রান। পন্থও দুই ইনিংস খেলে ১১২ রান করেন। তারমধ্যে রয়েছে ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস। এর পাশাপাশি যদি গাব্বায় ৬৪ রান করতে পারেন, এমএল জয়সিমাকে পেরিয়ে এই ভেন্যুতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের অধিকারী হবেন ঋষভ। প্রাক্তন ভারতীয় তারকার রান ১৭৫।