আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে পাঁচে পাঁচ ম্যাচ জিতে একনম্বরে ভারত। লখনউয়ে‌ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে প্রায় এক সপ্তাহ সময় রয়েছে। তাই ক্রিকেটারদের পরিবারের সঙ্গে কাটানোর জন্য দু'দিন বিশ্রাম দেওয়া হয়েছে। ছবির মতো সুন্দর ধর্মশালাতেই রয়েছে ভারতীয় দল। এই ফাঁকে সেখানকার দ্রষ্টব্যস্থান ঘুরে দেখছেন ভারতীয় ক্রিকেটাররা। ক্যাংরায় চিন্ময়া তপোবন আশ্রমে যান বিরাট কোহলি। আশ্রমের সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবি। সুযোগ পেলেই আধ্যাত্মিক স্থানে যান বিরাট। এবারও সেই সুযোগ হাতছাড়া করলেন না। অন্যদিকে দলাই লামার সঙ্গে দেখা করে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।  বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন কোহলি। ৫ ম্যাচে ৩৫৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন। ভারতের অপ্রতিরোধ্য থাকার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বিরাটের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ৮৫ রান ম্যাচ জিততে সাহায্য করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন। পাকিস্তানের বিরুদ্ধে রান না পেলেও বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন। পরপর দু'ম্যাচে একশো করার সুযোগ ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রানে আউট হন। ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারত।