অবিকল বিরাট, খুদে ভক্তকে দেখে অবাক কোহলি, রোহিতকে বললেন, 'ওই দেখ আমার ডুপ্লিকেট'

দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। ছবি: সংগৃহীত।

আজকাল ওয়েবডেস্ক:  তাঁকে দেখে অবাক হয়ে যান বিরাট কোহলি। ঠিক যেন তাঁরই ছেলেবেলা। ভদোদরায় অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের আগে খুদে ভক্তকে দেখে সবাই অবাক। কারণ তাঁর মুখের সঙ্গে ছেলেবেলার কোহলির মুখের অবিকল মিল। কোহলি তাঁকে 'ছোটা চিকু' বলে ডাকেন। নেট করছিলেন কোহলি। তাঁর চোখ পড়ে সেই বাচ্চাটির দিকে, যার মুখ চোখ বিরাটের মতোই। উপস্থিত দর্শকরাও সেই খুদে ভক্তকে নিয়ে মত্ত। কোহলি তাকে দেখার পর বলেন, একটু পরেই আমি আসছি। তার পরের ঘটনা বলেছে, সেই খুদে ভক্তই। উপস্থিত সংবাদ মাধ্যমকে 'ছোটা চিকু' বলেন, ''আমি একবার ওঁর নাম ধরে ডাকি। আমার দিকে তাকিয়ে হেসে ফেলে। তার পর বলে একটু বাদেই আমি আসছি। রোহিত শর্মাকে উদ্দেশ্য করে বিরাট ভাই বলেন, ওই দেখ আমার ডুপ্লিকেট ওখানে বসে রয়েছে।'' 

বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে ৯৩ রান করেন। সাত রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।

?ref_src=twsrc%5Etfw">January 12, 2026

কিউয়িদের বিরুদ্ধে দুর্দান্ত ৯৩। আর ওই ৯৩ রান ভারতকে জয় এনে দিতে সাহায্য করেছে। ওয়ানডে সিরিজে ১-০-এ এগিয়ে যাওয়ার পরে বিরাট কোহলিকে দেখা যায় অন্য অবতারে। তিনি গ্রাউন্ডস্টাফদের সঙ্গে যোগাযোগ করেন। মাঠেই বসে পড়েন। তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাপোর্টস্টাফদের সঙ্গে ছবি তোলেন। বিরাট কোহলির ভদ্রতা, তাঁর মহানুভবতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কোহলির খেলোয়াড়োচিত মনোভাব প্রশংসিত হয়। দ্বিতীয় ওয়ানডে হবে বুধবার। সেই ওয়ানডেতে সবার নজরে থাকবেন কোহলি। 

বিরাট কোহলি মানেই দর্শকদের হৃদয়ের মহারাজা। 

তিনি যেখানে, অত্যুৎসাহী জনতার ভিড়ও সেখানে। ভদোদরায় নামার পর তাঁকে নিয়ে ভক্তদের আবেগ ছিল দেখার মতো। একটা সময়ে কোহলি হাঁটতেই পারছিলেন না। নিরাপত্তারক্ষীরা কোনওরকমে কোহলিকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেন।