আজকাল ওয়েবডেস্ক: বুধবার আহমেদাবাদে ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে নামবে টিম ইন্ডিয়া। একইসঙ্গে বিরাট কোহলির রানে ফেরায় প্রতীক্ষা। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে ভারতীয় দল। আহমেদাবাদে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি। ভেন্যু সেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল ভারত। এবার হাসিমুখে মাঠ ছাড়তে চাইবেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ মহড়ায় জয়ের পাশাপাশি কোহলির রানে ফেরা অত্যন্ত জরুরি। রোহিতের ফর্মে ফেরায় দলের আত্মবিশ্বাস বাড়াবে। তাঁর শতরান দলকে স্বস্তি দেবে। অন্যদিকে কোহলি বেশিক্ষণ ক্রিজে না থাকলেও, দেখে মনে হয়নি একেবারে টাচে নেই। বুধবার রান পেলে, আরও একটি রেকর্ডের হাতছানি থাকবে। আর মাত্র ৮৯ রান করলেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ১৪০০০ রানের ক্লাবে প্রবেশ করবেন। আগের ম্যাচেই রোহিত রানে ফিরেছেন।
ইংল্যান্ড সিরিজেই কি মাইলস্টোন ছুঁতে পারবেন কোহলি?
চলতি সিরিজে সবকিছু ঠিকঠাক চলছে। চোট সারিয়ে একদিনের ক্রিকেটে ফেরেন মহম্মদ সামি। টি-২০ সিরিজের ফর্মের বিচারে বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়। আহমেদাবাদে ফেরার কথা ছিল যশপ্রীত বুমরার। কিন্তু বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দলে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারকা পেসার। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সিরিজের ফয়সালা হয়ে যাওয়ায় মঙ্গলবার কোনও দলই প্র্যাকটিস রাখেনি। আগের ম্যাচে শতরান পাওয়ায় রোহিতের আত্মবিশ্বাস ফিরবে। রানে ফেরার অপেক্ষায় থাকবেন কেএল রাহুল। সিরিজের শেষ ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে ঋষভ পন্থকে। চলতি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে অক্ষর প্যাটেল। প্রথম দুই ম্যাচে ৫২ এবং ৪১ করেন। চাপের মুখে পাঁচ নম্বরে নেমে ভাল খেলছেন। অক্ষরের জন্য অনেকটাই চাপমুক্ত রবীন্দ্র জাদেজা। তৃতীয় ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে টিম ইন্ডিয়া।
