আজকাল ওয়েবডেস্ক: রবিবার আরও একটি দারুণ ইনিংস খেলেন বিরাট কোহলি। একটুর জন্য হাতছাড়া হয় শতরান। ম্যাচ শেষে জানান, তাঁর যাত্রা স্বপ্নের মতো। লোকের মুখে হাসি ফোটাতে পেরে এবং মানুষকে আনন্দ দিতে পেরে খুশি তিনি। ৩৭ বছরের তারকা ক্রিকেটার আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে প্রথম প্লেয়ার হিসেবে ২৮,০০০ রান সম্পূর্ণ করেন। শচীন তেন্ডুলকরের পর অন্যতম সেরা স্কোরার। ৬২৪তম ইনিংসে নিউজিল্যান্ডের লেগ স্পিনার আদিত্য অশোকের বলে চার মেরে এই রেকর্ড করেন কোহলি। ৬৪৪তম ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন তেন্ডুলকর। দু'জন ভারতীয় ছাড়াও ২৮,০০০ এর ক্লাবে আছেন কুমার সাঙ্গাকারা। ৬৬৬তম ইনিংসে এই রেকর্ড গড়েন।
এই জায়গায় পৌঁছতে পেরে তৃপ্ত কোহলি। বলেন, 'আমি যদি পেছন ফিরে আমার গোটা যাত্রাটা দেখি, স্বপ্নের থেকে কম নয়। আমি সবসময় নিজের ক্ষমতা সম্বন্ধে অবগত ছিলাম। এই জায়গায় পৌঁছতে আমাকে কসরত করতে হয়েছে। ভগবান আমাকে দু'হাত ভরে দিয়েছে। তাই আমার কোনও অভিযোগ নেই। আমি এই জায়গায় পৌঁছতে পেরে কৃতজ্ঞ। এটা আশীর্বাদ। আমি যা করতে ভালবাসি, সেটার মাধ্যমে এত মানুষকে আনন্দ দিতে পেরে আমি তৃপ্ত। ছোটবেলা থেকে আমি এই খেলাকে ভালবাসি।'
কোহলি জানান, বর্তমানে মাইলস্টোন নিয়ে ভাবিত নন তিনি। বিরাট বলেন, 'সত্যি বলতে, বর্তমানে আমি যেভাবে খেলছি, আমি একেবারেই মাইলস্টোন নিয়ে ভাবছি না। যদি আমরা প্রথমে ব্যাট করতাম, আমি আরও মারমুখী ইনিংস খেলতাম। বোর্ডের বড় রান থাকায়, আমাকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়েছে। আমার আরও বেশি বাউন্ডারি মারার ইচ্ছে ছিল। তিন নম্বরে ব্যাট করলে, পরিস্থিতি বুঝে খেলতে হয়। তাই কাউন্টার অ্যাটাকে যাচ্ছিলাম।' দীর্ঘ কেরিয়ারে প্রচুর ট্রফি পেয়েছেন কোহলি। কিন্তু ট্রফিগুলো নিজের ক্যাবিনেটে নেই। কোথায় রয়েছে কোহলির ট্রফি? তারকা ক্রিকেটার জানান, সমস্ত ট্রফি গুরগাঁওয়ে নিজের মাকে পাঠিয়ে দেন। এই প্রসঙ্গে কোহলি বলেন, 'মা সব ট্রফি রেখে দিতে পছন্দ করে।' ম্যাচ শেষে প্রেজেন্টার প্রশ্ন করেন, সমস্ত ট্রফি রাখতে একটি আলাদা ঘর লাগবে কিনা? তার উত্তরে হাসিমুখে এই তথ্য জানান কোহলি।
