আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান নিশ্চয় তাঁর বিগ ব্যাশ অভিযান ভুলে যেতে চাইবেন। 

টানা সাতটা ইনিংস তিনি খেললেও একটা ছক্কা মারতে পারেননি। মেলবোর্ন রেনিগেডস তাঁকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দেয় চার নম্বরে। 

রিজওয়ান অবশেষে ছক্কা মারতে সক্ষম হন। বিবিএল-এর অভিষেক মরশুমে ১৫২ বল পরে একটি ছক্কা মারেন পাক তারকা। কিন্তু স্লগ ওভারে চলল না রিজওয়ান ম্যাজিক। বিবিএলের প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে অবসৃত হন পাক তারকা। পাক ক্রিকেটের পক্ষেও যা বিড়ম্বনার। 

১৮-তম ওভারের পরে রিজওয়ানকে উঠে আসতে বলা হয়। সেই সময়ে ২৩ বলে ২৬ রানে ব্যাট করছিলেন রিজওয়ান। মেলবোর্ন রেনিগেডসের অধিনায়ক উইল সাদারল্যান্ড বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে রিজওয়ানকে উঠে আসতে বলেন। এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি রিজওয়ান। গ্লাভস খুলে ফেলার আগে দৃশ্যতই হতাশ রিজওয়ানকে বিড়বিড় করে কিছু বলতে শোনা যায়। 

সাদারল্যান্ড এক রানে রান আউট হন। শেষ ২ ওভারে মেলবোর্ন রেনিগেডস ১৬ রান করেন। তারা ৮ উইকেটে ১৭০ রান করেন। 

এর আগে বিবিএলের প্রথম মরশুমে প্রথম ছক্কা  হাঁকান রিজওয়ান। বোলার ছিলেন রায়ান হ্যাডলি। ছয়ের খরা হয়তো কাটালেন রিজওয়ান কিন্তু তাঁকে তুলে নেওয়া কম লজ্জার ব্যাপার নয়। 

শেষ বলে চেতন শর্মাকে ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছেন জাভেদ মিয়াঁদাদ। হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ চার-ছক্কা মেরে সেলিম মালিক ইডেনে জয় এনে দিয়েছিলেন পাকিস্তানকে। যে পাক ব্যাটাররা বিশাল সব ছক্কা মেরে অতীতে দেশকে জয় এনে দিয়েছিলেন, সেখানে রিজওয়ান ছক্কাই মারতে পারছেন না বিবিএলে। আটটি ইনিংসে রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ১৬৭ রান। বিবিএলের একমাত্র ব্যাটার রিজওয়ান যাঁর স্ট্রাইক রেট সবার থেকে কম।