আজকাল ওয়েবডেস্ক: সোমবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এদিন নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয় একাধিক সংস্থা। তাতে সামিল হন ক্রীড়াবিদরাও।সোমবার সকালে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উপলক্ষে বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারের উদ্যোগে বিবেক চেতনা উৎসবের অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী এবং উপহার তুলে দেন মোহনবাগানের আই লিগ জয়ী অধিনায়ক এবং কার্যকরী কমিটির সদস্য শিল্টন পাল।
স্বামী বিবেকানন্দের ফটোতে মাল্যদান করেন। মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে ফুল এবং উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। তারপর ক্ষুদেদের হাতে পুরস্কার তুলে দেন শিল্টন।
