আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুটা বেশ ভাল করল ভারতীয় দল। ভদোদরায় শুভমন গিলের দল নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০-এ। 

শুভমন গিলের দল নিউজিল্যান্ডকে  ৫০ ওভারে ৮ উইকেটে ৩০০ রানে আটকে রেখেছিল। রান তাড়া করতে নেমে ভারত এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। বিরাট কোহলি দারুণ ছন্দে রয়েছেন। সাত রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। হর্ষিত রানার অলরাউন্ড পারফরম্যান্স নজর কাড়ে। 

রানা দুটো মূল্যবান উইকেট নেন। ব্যাট হাতে ২৩ বলে ২৯ রান করেন। খেলার শেষে হর্ষিত রানাকে  তেতো প্রশ্নের সম্মুখীন হতে হয়। জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ভারত কি নতুন বলে উইকেট তুলতে সমস্যায় পড়ছে?

সাংবাদিকের এহেন প্রশ্নে বিরক্ত হন হর্ষিত রানা। উত্তরে তিনি বলেন, ''আমি জানি না কোন ধরনের ক্রিকেট আপনি দেখেছেন। নতুন বলে খুব বেশি রান আমরা দিইনি। নতুন বলে যদি উইকেট না পাও, তাহলে মাঝের ওভারে উইকেট তুলতে হবে।'' 

শুধু বল হাতে উইকেট নেওয়া নয়, টিম ম্যানেজমেন্ট রানাকে ব্যাটিং নিয়েও খাটতে বলেছিল। সে কথা স্বীকার করে নেন হর্ষিত রানা। তিনি বলেন, ''টিম ম্যানেজমেন্ট আমাকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চেয়েছে। নেটেও ব্যাটিংয়ের উপরে জোর দিচ্ছি। পুরোটাই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। ব্যাট করার সময়ে লোকেশ রাহুল ভাই  আমাকে বিশ্বাস জুগিয়েছে। আমি ব্যাটিংয়ের উপরে ফোকাস রেখে রান করে গিয়েছি।''