আজকাল ওয়েবডেস্ক: পারথের অপটাস স্টেডিয়ামে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ভারতীয় দলের প্র্যাকটিস বন্ধ। কিন্তু নেটে অনুশীলন চালিয়ে যান বিরাট কোহলি। মঙ্গলবার এই স্টেডিয়ামে প্রথম প্র্যাকটিস করে ভারতীয় দল। অনুশীলনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্র্যাকটিস করছিলেন ভারতের ব্যাটাররা। তারমধ্যে ছিলেন কোহলিও। কিন্তু বৃষ্টির তেজ বাড়তে থাকায় প্র্যাকটিস বন্ধ করতে হয়। তবে থামতে রাজি ছিলেন না বিরাট। বৃষ্টির মধ্যেও নেটে ব্যাট করছিলেন। কিন্তু আবহাওয়া অবনতি হওয়ায় বাকি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে যেতে বাধ্য হন। কোহলির এই দায়বদ্ধতার প্রশংসায় সোশ্যাল মিডিয়া। এই ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডেলে প্রথম জানান পারথে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক।তারপরই এই ঘটনা নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। একের পর এক প্রশংসা ভেসে আসে। বিরাটের একাগ্রতা, দায়বদ্ধতায় মুগ্ধ ভক্তরা।
কোহলির ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা। অতীত রেকর্ডের ভিত্তিতে, সুনীল গাভাসকরের ধারণা, অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ফর্ম খুঁজে পাবেন বিরাট। বিশেষ করে পারথ এবং অ্যাডিলেডে তাঁর সাফল্যের উল্লেখ করেন। গাভাসকর বলেন, 'নিউজিল্যান্ড সিরিজে রান না পাওয়ায় ওর খিদে থাকবে। অ্যাডিলেড টেস্টে যেখানে দ্বিতীয় ইনিংসে আমরা ৩৬ রানে অলআউট হয়ে যাই, সেখানে প্রথম ইনিংসে কোহলি ৭০ রান করেছিল। ওখানে ও ধারাবাহিকভাবে ভাল খেলেছে। তার আগে পারথে দুর্দান্ত শতরান করে। তাই ওর আত্মবিশ্বাস ভাল জায়গায় থাকবে। তবে শুরুতে অবশ্যই ভাগ্যের সাহায্য দরকার। ও শুরুটা ভাল করতে পারলে, বড় রান পাবে।' শুক্রবার ভারতীয় সময় সকাল ৭.৫০ মিনিটে শুরু প্রথম টেস্ট। সবার নজর থাকবে কোহলির দিকে।
